Wednesday, March 30, 2016

আমাদের জসিম ভাই এর ছিল তিনখান বন্ধু


আমাদের জসিম ভাই এর ছিল তিনখান বন্ধু ।নিয়মিত তাহারা তিন নম্বর বিল্ডং এর কোনায় Drain পারে আড্ডা দিতেন ।একদিন আমার আর মেরীর মাথায় ভুত চাপল ।দু'জনে গেলাম জসিম ভাই আর বন্ধুদের মত Drainপারে বসে আড্ডা দিতে ।কিন্তু কপাল ছিল মন্দ। দু'জনে ধপাস করে Drain এ পড়ে গেলাম ।মাথা তুলে দাঁড়াতেই দেখি আমাদের দু'জনের মা জননী চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। হায় রে জসিম ভাই ও তার বন্ধুদ্বয় . . . . .

No comments:

Post a Comment