Wednesday, March 30, 2016

এইটারে আরেকদিন পাইলে আমি যে কি করবো জানিনা


Farzana Haque Rini, এইটারে আরেকদিন পাইলে আমি যে কি করবো জানিনা। আমাকে যেভাবে সে প্রথম দেখায় ধরেছিল তার প্রতিশোধ নিবো। আমার সাথে প্রথম কথা হয়েছিল সে আমাকে ফোন দিয়েছিল যে তার ঢাকায় পোস্টিং হচ্ছে,ছেলেকে কোথায় ভর্তি করবে সে বিষয়ে পরামর্শ করতে। সুন্দর করে কথা বলে। আহ্লাদীওও আছে বদটা। বুড়ি হইসে, তারে শাড়ি পরায়ে দেয় তার মা। আড্ডার দিন দেখি চাচী তারে শাড়ি পরাইতেসেন। এই বিষয়ে ওরে কোচিং দিতে হইবো। কবে আমার কাছে শাড়ি পরা শিখতে আইবি ক। অবশ্যই ফ্রী না।

No comments:

Post a Comment