Wednesday, March 30, 2016

আমার মেয়েদের কাছে জাহাজ খালা নামে সুপরিচিত


Ishrat Jahan Shaila, আমার মেয়েদের কাছে জাহাজ খালা নামে সুপরিচিত। পেইজে তার কমেন্ট পড়ে খুব মজা পেতাম। মাঝে মাঝে একা একাই তার কমেন্ট বলে বলে হাসতাম। পরে ও আমার ফেইসবুক ফ্রেন্ড হল। প্রথম ওকে দেখলাম। কি সুন্দর! টিকালো নাক। চোখগুলা যেন কথা বলে,ওর মুখও বলে।সবচেয়ে ভাল লাগে ওর গালের আঁচিলটা। মাশা আল্লাহ কি সুন্দর। প্রথম জীবিত দেখলাম Oven fresh এ আমরা সবাই যখন বসলাম। ওকে জড়িয়ে ধরলাম। একটুও মনে হয়নি সেদিন প্রথম দেখা। যেন জন্মান্তর এর পরিচয়। খুব হাসিখুশি একটা মেয়ে। এরপরে আড্ডায় দেখা। মেলা দেরি করে আসছে হেভি মাঞ্জা মাইরা( fingers crossed)। হাহাহা,না। ও খুব সিম্পলি এসেছিল কিন্তু খুব সুন্দর লাগছিল। আসলে সুন্দর চেহারায় হয়না। যে হাসতে জানে সেই সুন্দর। যেমন আমি,রিনি,রনি,তানিয়া আরো যারা এসেছিল আড্ডায়। চিটাগাং থেকে ফেরার পরের শুক্রবার ও এসেছিল আমার বাসায়। সারাক্ষন খালি হাহা হিহি চললো।খুব সংসারী একটা মেয়ে। বেঁচে থাক বোন সবার আদরে ভালবাসায়।

No comments:

Post a Comment