Wednesday, March 30, 2016

সবাইকে অনেক ধন্যবাদ আমাকে wish করার জন্য


এই পেইজের সকল সমমানিত বড় ভাই ও বোনরা এবং আদরের ছোট ভাই-বোন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে wish করার জন্য।আমি খুব....খুশি হলাম।যদিও আজকে এ দিনে আমি আমার প্রিয় পরিবারটি ছেড়ে আরেকটা প্রিয় পরিবারে আসলাম।তবুও মনটা অনেক খারাপ কারন আমার আববা(শশুর বাবা) উনার শরীরটা বেশ খারাপ।উনি আর আমার শাশুরি মা কিনতু আমাকে অনেক পছনদ করে নিয়ে এসেছে।এতো অসুস্থ তারপরও আজকে আমাকে ডেকে টাকা দিয়ে বলছে তুমি কিছু কিনে নিও।আববা আমাকে অনেক আদর করেন।আমার নিজের বাবা না থাকার কষট টা উনি কখনও বুঝতে দেন না। পেইজের সবাই আমার বাবার জন্য দোয়া করবেন,জেন উনি খুব তাড়াতাড়ি ভাল হয়ে যান।

No comments:

Post a Comment