Wednesday, March 30, 2016

বিষয়ডা আপনাগোরে জানাইলাম


মা বলছিল পুত,,ফ্রি জিনিস কখনও হাত ছাড়া করবি না।।কারন ফ্রি জিনিস খুবই মূল্যবান হয়।।বিগত কয়েক দিন ধইরা দেখতাছি এই পেইজে দেদারছে একজন আরেক জনরে তেল দিতাছে সেই সাথে পেইজের অন্যান্য সদস্যরাও একটু একটু দিতাছে।।এখন প্রশ্ন হইলো আমি দুদিন ধইরা কিছু ক্ষন পর পরই আইতাছি,,ঘুরতাছি আবার যাইতাছি।।কিন্তু তেলের সন্ধান পাইতাছিনা।।মানে এক ফোঁটা তেলও আমার কপালে জোটলো না।।বিষয়ডা আপনাগোরে জানাইলাম।।

No comments:

Post a Comment