Tuesday, August 25, 2015

হুজুর স্যার এর ক্লাস


একদিনের ঘটনা। হুজুর স্যার এর ক্লাস।হুজুর স্যার বিখ্যাত উনার সেইই হোন্ডা শাস্তি আর মাসকুলারি মাইরের কারনে। আর এই কারনে নাসিম সুজন ক্লাস এইট, নাইন, টেন হুজুর স্যার ক্লাস পালাত। আর স্যার ও তক্কে তক্কে থাকত কখন এইগুলারে ধরা যায়। 

আমি অন্য পড়া শিখি আর না শিখি, হুজুর স্যার এর পড়া বরাবর মুখস্ত ঠোটস্থ ও কণ্ঠস্থ করে যেতাম। যা হোক ক্লাস সুরুর আগে ওরা সবাই পালাল । ওই দিন নাসিম সুজন স্কুলের পিছনে কবরস্থান দিয়ে (BH/1এ)পাগার পার। আর ফুয়াদ স্কুল এর stage এর পাস দিয়ে boundary থেকে দিল লাফ।হেঃ হেঃ বেচারা ফুয়াদ। 

সকালে যে কার মুখ দেখে উঠেছিল। পরবি পর মালির ঘাড়ে। একেবার এ ফুয়াদের বাবার ( রোমান ভাই, ফুয়াদ এর মা আবার আমার আপা হয়, relative) সামনে। উনি দুপুরে লাঞ্চ করে অফিসে যাচ্ছিলেন। বাবু আর যায় কোথায়, ফুয়াদ এর বাবা ফুয়াদের কান ধরে সোজা হেড স্যার বাদল বাবু স্যার এর রুম এ নিয়ে আসলেন। আমরা দেখলাম ফুয়াদের বাবা ফুয়াদের কান ধরে স্কুল এ ঢুকছেন । ওরে বাপ, সে কি তর্জন গর্জন ফুয়াদের বাবার। 

“চট্টগ্রাম ষ্টিলমিল সংশ্লিষ্ট সবার প্রতি”

- Moin Khan


আজ ভীষণ ভাল লাগছে এই দেখে যে আমাদের ষ্টিলমিল কলোনীর বেশ কয়েকজন ছোট ভাই আমাদের প্রিয় কলোনী নিয়ে লিখছে।

আমাদের ষ্টিল মিলের সবাইকে অনুরোধ করছি সবার স্মৃতি থেকে স্মরনীয় কিছু লিখার জন্য। কে জানে হয়তো আগামীতে সবার টুকরো টুকরো স্মৃতি মিলিয়ে আমরা সুন্দর একটা সংকলন বের করতে পারি । যা থেকে আমাদের পরবর্তি প্রজন্ম জানবে ষ্টিল মিল নামক বৃহৎ কোন ইন্ডাষ্ট্রি বাংলাদেশে ছিল। যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল।তাদের ছেলে-মেয়েরা সুখে দুখে একত্রে মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশে থাকতো।

নিরু ভাই আপনার মনে আছে কি এপ্রিল ২৯ আর আর ম্যানিষ্টার এর মধ্যে বড় মাঠে খেলা হচ্ছে


নিরু ভাই আপনার মনে আছে কি এপ্রিল ২৯ আর আর ম্যানিষ্টার এর মধ্যে বড় মাঠে খেলা হচ্ছে : আপনি ম্যানিষ্টারের পক্ষ থেকে খেলছেন, খেলার পাঁচ মিনিটের মাথায় আমাদের দলের (এপ্রিল ২৯) রাসেল (যাকে আমরা রোহিংগা রাসেল বলতাম) আপনাকে এমন ট্যাকল করল যে আপনি পুরা চিটপটাং, পায়ে মারাত্নক ব্যাথা পেয়েছেন, পুরা টুর্নামেন্টে আর খেলতে পারলেননা।বহুত দিন পায়ে ব্যান্ডেজ বেধে খুড়িয়ে খুড়িয়ে হাটতেন। ভাগ্য ভালো রেজা ভাই রেফারী ছিলেননা। থাকলে কার্ড খাইতে খাইতে আমাদের দফা রফা হয়ে যেতো। 

এরপর থেকে রাফ এন্ড টাফ টিম হিসেবে এপ্রিল ২৯ ব্যাপক পরিচিতি পায়।

ভালো কথা ঐ ব্যাথা টা কি আর আছে। ভাই কি ড্যাশিং টা না আপনারে দিছিল। শেষ পর্য্যন্ত আমরা ২--১ গোলে ঐ ম্যাচ জিতছিলাম। আমাদের পক্ষে জয়সূচক গোলটি করছিলো বুড়ামিয়া। 

আসেন নিরু ভাই আবার একটা ম্যাচ খেলি, প্রমিজ আপনারে আর ঐ ভাবে ট্যাকল করবনা। আর রেফারী থাকবে রেজা ভাই। রেজা ভাই আপনাকে ও বলছি আমরা আপনার সাথে কোন অশোভন আচরন করবনা, প্রমিজ। যাহা বলিবেন তাহা মানিয়া লইব। Anisur Rahman Mdnurul Kabir

ঢেলা চোর !!!!!!!!!


হক স্যার ক্লাসএ ঢুকলেন, কিন্তু আজকে পড়া বন্ধ, আজকে হবে বিচার !!! 
স্যার ক্লাস এ ঢুকেই বললেন, “ এরে কাইলগা রাইতে আর গাছের ডাব চুরি কইচ্ছে কেরে ? “
আমরাতো ভয় পেয়ে গেলাম, কারন আমরাও মাঝে মধ্যে স্যার এর গাছের ডাব খাই। 
স্যার বললেন, “ আই ভালা করি জানি কে খাইছে আর গাছের ডাব, এরে ( আজিজ, কাদের, এমদাদ, আরো ২ জনকে বললেন ) তোরা খাড়া, তোরা খাইছত আর গাছের ডাব, তোগোরে আই দেকছি গাছের কাছে ঘুরাঘুরি কইত্তে “ 
আসামিরা বলল , স্যার কসম আমরা খাইনাই, হু হু হু
“ না, কান্দা কাটি করি কোন লাভ নাই, আই ভালা করি জানি তোরা খাইছত, আইজ্জার হরে যদি তোগোরে আর গাছের এিসীমানাত দেখি, আই তোগো গাত গরম হানি ঢালি দিমু।“ 
“ তোরা অইলি ঢেলা চোর, ক্লাস এর বেগগুনে হুনি রাখ, আইজ্জারতন আই এগুনেরে নতুন নাম দিলাম, এগুনের নাম ঢেলা চোর “

XYZ…… সাহেব



আমি, শুভ ভাই, লিটন ভাই, সাজু ভাই, সিরাজ ভাই, এমদাদ আরও কয়েকজন মিলে ভাই ভাই স্টোর এর পাশে রাখা লম্বা টুল এ বসে আজাইরা আড্ডা দিচ্ছি। তখন একজন অপরিচিত আংকেল এসে জিজ্ঞেস করলো, বাবারা …….XYZ….. সাহেবের বাসাটা কোন বিল্ডিং এ । আমরা চিনতে পারলাম না, অথবা উনি কিছু একটা ভুল বলেছেন। তখন শুভ ভাই জিজ্ঞেস করলেন…………
শুভ ভাই ; আংকেল আপনি কোন ………XYZ…… সাহেব এর কথা বলতেছেন? কলোনির হলেতো আমরা চিনবার কথা !!!
আংকেল ; উনি ……………… Department এ চাকরি করেন।
শুভ ভাই ; নাহ্ , চিনতে পারতেছি না, আচ্ছা ওনার কি ছেলে মেয়ে আছে ?
আংকেল ; ছেলে আছে, নাম ………………… । 
শুভ ভাই ; নাহ্ , চিনতে পারতেছি না, ছেলে ছোট হলে সবাইকে চিনব না, আচ্ছা আংকেল ওনার মেয়ে নাই ? মেয়ে আছে কোন ?
আংকেল ; হুম আছে, ওনার বড় মেয়ের নাম বোধহয় …………………… ।
শুভ ভাই ; এইবার চিনতে পারছি, আগে বলবেন না !!! আপনি গেট দিয়ে ঢুকে সোজা চলে যাবেন , শেষ গলির আগের গলি দিয়ে ডানে আবার সোজা চলে যাবেন, বামদিকে দেখবেন বড় একটা মাঠ, ডান দিকের …………… বিল্ডিংটা।