আড্ডা নিয়ে কিছু-সিরিয়াস ও রসাত্মক লিখা রেডি করেছিলাম। কিন্ত যে হিসাবে কম্বল থেকে পশম উঠা শুরু হয়েছে তাতে আমার এলেখা লেখলে দেখা যাবে শেষে কম্বলই থাকবে না। তাই আপতত প্রেম ও বিয়ে নিয়ে কিছু ধারকরা কৌতুক কে গুছিয়ে লিখলাম-
বিয়ে হলো জটিল একটা জিনিস। ওরস্যালাইনের মত এক মুঠো প্রেম, আধসের ভালবাসা আর এক চিমটি প্রতারনাকে লম্বা একটা চাওয়া যাওয়ার ফর্দ দিয়ে ঘুটা দিলে যে জটিল যৌগটি প্রস্তত হয় তাকে ঠিক বিয়ে না বলে বিয়ের আধুনিক সংস্করণ বলাই ভাল।