Friday, January 8, 2016

শুভ জন্মদিন যাদুকর, শুভ জন্মদিন


অক্টোবরে পপুলার হসপিটালে গিয়ে বসেছিলাম আমি, নাজমুল ভাই, রেজা ভাই, পুলক, টিপু আরো কয়েকজন। অপেক্ষায় ছিলাম। নাটোর থেকে তারিক ভাই আসছেন। এক সময় তিনি এলেন। শারীরিক অসুস্থতা আর ভ্রমন ক্লান্তিতে বিধ্বস্ত। ইমারজেন্সিতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ভর্তি করে নেয়া হলো কিন্তু ভর্তির দাপ্তরিক কাজ কর্মের কারনে হসপিটালের লবিতে কিছুক্ষন নিজের হুইল চেয়ারে বসে থাকতে হয়েছিলো তারিক ভাইকে। তখন উনার সাথে আমার টুকটাক কথা হচ্ছিলো। এক পর্যায়ে তারিক ভাই উঠে দাঁড়াতে চাইলে উনাকে ওয়াকার দিয়ে দুজনে ধরে দাঁড় করালো তবে বেশিক্ষন দাঁড়িয়ে থাকতেও পারলেন না। আমি খুব ব্যথিত হয়েছিলাম সেদিন।

আমার মেয়েদের জন্য ভালো ছেলে খুঁজে বের কর


নাজমুল, সালাম
কেমন আছ?
তোমার ছেলেরা কে কোন ক্লাস এ আছে?
তোমাদের সবার সাথে কাটানো আমার দিনের ঐ সময়টুকু স্বর্গীয়৷
অনেক fun হোলো সেদিন, মনে কিছু রেখো না....কিন্তু ছেলে আমার চাই.....
নাজমুল, আমার মেয়েরা আমার জানের টুকরা ৷ প্রাত্যহিক জীবনে, অফিস, ঘরকন্যার কাজ শেষে যে টুকু সময় পাই পুরোটা আমার মেয়েদের নিয়ে কাটে ৷ ওদের পড়াশোনা, খেলাধুলায় অংশগ্রহন, আরবী পড়া, cooking, gardening, শেখানো, friday night এ, একসাথে movie দেখা, গান শোনা, আরো যত fun করা যায়...কোনটা বাদ রাখি না৷ ...তখন বোঝা দায় যে আমরা কে মা আর কে মেয়ে...

০৭/০৪/২০১৩ চইকা মাধ্যমিক বিদ্যালয়ে সব শেষ গিয়েছিলাম


০৭/০৪/২০১৩ চইকা মাধ্যমিক বিদ্যালয়ে সব শেষ গিয়েছিলাম। অবশ্য অন্য কাজে। আমার একটা ছোট কন্সট্রাকশান কাজ চলছিল KEPZএ। এক নজর কাজ দেখে মনের ভিতর আকুপাকু চলছিল কখন স্কুল কম্পাউন্ডে ঢুকব। সাথের লোকজন বুঝতে পেরে বলল, চলেন ভিতরে যাই। আমাদের কয়েক জনকে দেখে স্যাররা দেলয়ার ভাইকে পাঠালেন। দেলয়ার ভাই চ্যালেঞ্জ করলেন যদি এ স্কুলের হন আমাকে চিনেন কিনা বলেন। আমি বললাম, আপনি দেলয়ার ভাই? আমাকে না চিনলেও আব্বাকে চিনতে পারছিলেন। দোতলায় উঠার সময় চোখে কি যেন হল। সাথের লোকজন আমাকে স্পেস দেয়ার জন্য অন্যদিকে চলে গেল।

কংকাল হোলা না মাইয়া !!!


একবার আমাদের ক্লাসের পোলাপাইনের প্রেকটিক্যাল ক্লাস হচ্ছে, ক্লাস নিচ্ছেন আমাদের আনোয়ার স্যার। আমরা সবাই প্রেকটিক্যাল ক্লাসের এইটা সেইটা ঘাটা ঘাটা করছি, অবার অনেক জিনিস দেখে অবাক হচ্ছি, হাসা হাসি করছি।
কিন্তু আমাদের Iftakhar Iftakhar ইফতেখার একটা টেবিলের সামনে বসে টেবিলের উপরে রাখা একটা ছোট প্লাস্টিকের ডামি কংকালের দিকে একনজরে তাকিয়া আছে !!! এত মনযোগ সহকারে দেখছিলো, মনে হচ্ছিলো কংকালের এই দশা দেখে ইফতেখার খুব অবাক !!!!