- - Iftee Nomi
বছর পাঁচ কি
ছয় আগের কথা। আমার স্কুলের কম্বাইন্ড রিইউনিয়ন এর কথা শুনতে পেলাম। আমারে ষ্টিল মিল স্কুল/
কলোনি একবার ডাকলেই হলো কোথায় কি আছে দেখার সময় নেই
, একদম উসাইন বোল্টের মতো করে দৌড় শুরু করি । তারুপর আবার জাহাঙ্গির/রায়হান/ কাইজ্জা ও যাবে । আমারে আর পায় কে
? প্রতিদিন আমরা প্ল্যান করি
, সময় যেন কাটছেই না । চিটাগং এর আলো বাতাস এর স্পর্শ পাবো । সব বড় ভাই বোন দের সাথে দেখা হবে উফ ভাবতেই কেমন জানো লাগছে । ভাবতে ভাবতে এক
সময় আমাদের রিইউনিয়নের সময় হয়ে গেলো
, রিপক আমাদের ৪ ফ্রেন্ডের জন্য ট্রেনের টিকেট কেটে আনলো। কিন্তু প্রোগ্রাম হচ্ছে শীতের সময়,
এক দম হাড় কাপুনে শীত। জাহাঙ্গির বগুড়া থেকে আমার বাসায় এসে বলে দোস্ত টঙ্গিতে শীত কম থাকলেও একেবাড়ে কম না তুই ফ্লিসের কম্বল টা নিয়ে নে ।