শাহরুখ খান আর জুহি চাওলার 'রাজু বনগেয়া জেন্টেলম্যান' ছবিটি আমি আবার দেখেছি কিছুদিন আগে। সিনেমাটা যারা একেবারে রিলিজ পাওয়ার পরপর দেখেছেন তাদের মনে থাকতে পারে যে জুহি চাওলা তখন খ্যাতির শীর্ষে , আর শাহরুখ তখন মাত্র নুতন বোম্বের ফিল্ম জগতে। এই আনকোরা যুবকের দ্বিতীয় (সম্ভবত) ছবিতে সুপার হিট নায়িকা জুহি জুটি বেঁধেছিলেন। সেই ছবির শাহরুখের চরিত্রটিও ছিল দক্ষিণ এশিয়ার তথা ভারতের উঠতি পরিবারের যুবকের জীবন যুদ্ধের প্রতিকৃতি।নায়ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়েই চাকরীর বাজারে ছুটতে ছুটতে জুতার তলা খুইয়ে ফেলে। এবং এই ছবিটি ছিল সুপার ডুপার হিট।
আমি আইপিএল ক্রিকেট দেখিনা, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখি। কেকেআরের খেলায় এই দলের অন্যতম মালিক উচ্ছসিত জুহিকে দেখে একটি কথা এখন অন্যভাবে বলা যায়, শাহরুখ খান এখন খ্যাতির শীর্ষে যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে; অনেকেই তার সাথে জুটি বাঁধতে চায়, এখন সেটা ফিল্ম জগত হোক বা ক্রিড়া জগত হোক। কিন্ত প্রথম থেকেই শাহরুখের ক্রিকেট দলের সাথে জুহিকে দেখে বলাই যায়, শাহরুখ তার প্রথম হিট ছবির নায়িকা সেই জুহিকে ভুলে যান নি।
শুধুমাত্র এই জুহির কারনেই কেকেআর- এর খেলা দেখি।
