Wednesday, May 25, 2016

আতিক পোষ্ট দেই জুহি চাওলার


আতিক পোষ্ট দেই জুহি চাওলার। আজকে আমি দিলাম মাধুরীর।মাধুরীকে নিয়ে একটা ঘটনা আজও আমার মনে পড়ে।

সুমনরা যখন ই টাইপে ছিলো তখন থেকে ওদের বাসায় যেতাম। কেরাম খেলতাম, ভিসিপি দেখতাম। একবার কেরাম খেলা সময় ভিসিপিতে মাধুরী তেজাব ছবিটা চালিয়ে দিলো। ইয়াং বয়স, খেলায় তখন মন বসানো দায়। আমি বললাম আর খেলবো না। তখন খালাম্মা (সুমনের আম্মা) বললো গেইমটা শেষ করে যা। তখন বাধ্য হয়ে খেলতে লাগলাম। কিছুক্ষণ পর শুরু হলো এক দো তিন। তখন আমার মারের পালা, ব্যাচের গুটি ফেলতে হবে। কিন্তু পারলাম না। খালাম্মা বললো তোর মন কোথায়? তখন লজ্জায় বলতে পারিনি মন কোথায় ছিল।

(বিঃদ্রঃ মাধুরী এই ছবিটা গতকাল ওর ওয়ালে পোষ্ট করা। একেবারে লেটেষ্ট ছবি)

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss