Thursday, May 19, 2016

অসুখের রাজ্য জ্বর হলো


অসুখের রাজ্য জ্বর হলো, একটি অসভ্য রোগ এবং যথেস্ট পরিমানে বেয়াদপ। এই বয়সে জ্বর ভাল লাগে? সারা রাত ক্যা\কু করেছি। অল্পতেই রাগ উঠে যাচ্ছে! আজকেও কাজটি হলোনা। গতকাল ডাঃ বাবু ভাই এর চেম্বারে গিয়েছিলাম। চা/নাস্তা খাইয়ে, হাতে নাপা ধরিয়ে দিলো। জ্বর ভালো না হলে, দুই দিন পর যেতে বললো। কেন রে হারামি, আজকে দিতে তোরে কামড়ায়? কিছু বললাম না, ডাঃএর সাথে তর্ক করতে নাই, সোজা উপরে চলে যেতে হবে এবং আমার বউ/বেটি বড় সমস্যায় পরে যাবে। আজকেও রাগটা রিপনের উপর ঝেড়ে দিছি! শালা সব কিছুতেই জ্ঞ্যান দিতে আসে। এটা করতে পারবিনা, সেটা ধরতে পারবিনা, এখানে বস, ওখানে গিয়ে দাড়া! আবার হুমকিও দিছে, "এখন থেকে আমার অনুমতি ছাড়া,একটা কথাও বলবি না"! বড় সহজ সরল বন্ধু আমার। কিছুক্ষন পরেই বললো, দোস্ত, wash রুমে যাওয়ার পথে দেখলাম, আলু ভর্তা/কলা ভর্তা/বেগুন ভর্তা আর সাথে ডাল, চল হাস্পাতাল কেন্টিনে বসেই "মেরে দেই"! অনেক দিন পর আজ হাসপাতাল কেন্টিনে বসে ভাত খেলাম। ছামি আবার সেলফিও তুললো। ছামির সেলফি তুলা দেখে আমি হাসি! কেন হাসি নিজেও জানিনা! বড় বিচিত্র এই দুনিয়া আর এই দুনিয়ার মানুষ গুলি! নাট্যমঞ্চ প্রস্তুত হচ্ছে! নট/নটিদের পদচারনায় আবার "হয়তো" মুখরিত হবে, এই নাট্যমঞ্চ! আর আমার কপালে জুটবে হয়তো, "কলঙ্কের রাজ তিলক"! নাহ, জ্বরটা বড় বেশী আবোল\তাবোল করে দিয়েছে আমাকে!

সিএসএম এর অনেক ভাইয়েরা আছেন যারা এখনোও বিয়ের পিড়িঁতে বসেন নি


সিএসএম এর অনেক ভাইয়েরা আছেন যারা এখনোও বিয়ের পিড়িঁতে বসেন নি।তাই আর দেরি নয়। তাড়াতাড়ি বিয়ে করে নেন।আগামীকাল আমাদের সুমনের বিয়ে (ব্যাচ ২০০০) সিএসএম এর এমন অনেক ভাই আছেন যারা এখন বিয়ে করেননি, আমি অনেক জনকে চিনিও না তাই বলচি সময়ের কাজ সময়ে করেন।না হলে পরে পসতাবেন,এমন অনেকজনের মধ্যে একজন জনি ভাই,কি ব্যাপার কবে হবে বিয়া।আর কে কে আছে নাম বলেন,ব্যবস্থা নিতে হবে।শুনচি বিয়া করাইলে হজ্জকরার মত সওয়াব।তাই আর দেরি নয়।।।

অফিস থেকে বাসায় ফিরলাম..


অফিস থেকে বাসায় ফিরলাম..
দৌড়ে এসে মেয়ে আমাকে অনেকগুলো স্টিকার দেখালো,এক পাশ করলে টম আর আরেক পাশ করলে জেরী।মেয়ে আমার চরম খুশী স্টিকার জমিয়ে।
জিজ্ঞাসা করলাম, মা'মনি কোথায় পেলে এতগুলো স্টিকার।
মেয়ের : চিপসের সাথে দিয়েছে, চিপস গুলো একদম মজা নাই।
আমি: মজা নাই তাও ওই পচা চিপস কেনো কিনেছো মা!!
মেয়ে : প্রতিদিন স্কুল থেকে আসতে চিপস কিনে স্টিকার টা নিয়ে চিপস আর খাইনা আম্মু'কে দিয়ে দেই।
মেয়ের মা : হুম, ওই পচা চিপস আমাকেই হজম করতে হচ্ছে এতদিন....

বহু বহু বছর আগে জনৈকার জীবনের প্রথম পাবলিক পরীক্ষার রেজাল্ট বের হলো


বহু বহু বছর আগে জনৈকার জীবনের প্রথম পাবলিক পরীক্ষার রেজাল্ট বের হলো, কিন্ত যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা র জন্য জনৈকা কে জনৈক আধ পাগলা বালকের পক্ষে তাৎক্ষণিক ভাবে অভিনন্দন জানানো সম্ভব হয়নি। তখন তো এত এতো টেকনোলোজি ছিলনা, সংগত কারনে অভিনন্দন বার্তা প্রেরণ করাও দু :সাধ্য ছিল। কিন্ত অবুঝ বালিকা এই যুক্তি আমলে না নিয়া জনৈক পাগল বালকের সাথে পুরো সাত দিন বাক্যালাপ স্থগিত রেখেছিল। পরবর্তী কালে এই স্থগিতাদেশ প্রত্যাহারে উক্ত পাগল বালক কে বহু তেল ও ঘি যুক্ত বাক্য ব্যয় করতে হয়।

আর এখন প্রযুক্তি র উৎকর্ষতায় পৃথিবী র এ প্রান্ত থেকে ও প্রান্তে নিমিষেই অভিনন্দন বার্তা সহ যে কোন বার্তা আদান প্রদান করা যায়।