Sunday, August 30, 2015

টুকরো টাকরা এলোমেলো কিছু ..........................


কলোনী তে যখন প্রথম আসলাম, নিজের যেনো একটি পৃথিবী খুজে পেলাম, নিয়ন্ত্রনের মধ্যে বাঁধন হারা উচ্ছাস আর আনন্দে শৈশব চলতে থাকলো, ডাব গাছ, আম গাছ সম্পর্কে ব্যাপক ঞ্জান অর্জন শুরু হোল। এর মধ্যে কখন যেনো রোমিও হয়ে গেলাম টের ও পাইনি, বিশাল ভাবে আছি তখন। সিগারেট খেয়েছি কেনো এজন্য জুলিয়েটের ছলছল চোখে অভিমান। নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হলো, যাক একজন বিশেষ কেউ আমার জন্য ছলছল চোখে থাকে,তখন আমির খানের যুগ চলছে, আহ! নিজেকে আমির খান না হোক অন্তত আতিক খান মনে হচ্ছে। এর মধ্যে ৯১ এর ঘূর্নিঝড় তান্ডবে পুরো চট্টগ্রামের পাশাপাশি কলোনীর অবস্থা শোচনীয়, কিন্ত কলোনী বাসীর দুরন্ত মনোবল ও ‍দুর্দান্ত হিউমারে সকল দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থা। মেট্রিক পাশ করে নিজেদের আমি কি হনুরে একটা ভাব। আর রোমান্টিক মৌসুমের কারনে বন্ধু Riman Babu র বাসায় টেলিফোন রোমান্স চলছে আর হিন্দি রোমানটিক সিনেমা মুখস্থ করছি। রোমিও জুলিয়েটের রোমান্স তখন আস্তে আস্তে কলোনীর বাইরেও যাওয়া শুরু করল।