পরশু দিন সকালে ইমার্জেন্সিতে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কম বয়স্ক ডাক্তার আমাকে দেখে টেখে বললেন "আংকেল" ভয়ের কিছু নাই।
বউ যখন শুনল ডাক্তার আমাকে আংকেল বলছে,তখন বউ বলল তোমার এই টাক মাথা আর সাদা চুলের জন্য তোমারে আংকেল বলছে। আমি আর তোমার সাথে বের হচ্ছিনা। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ। এই সাদা চুল আর টাক মাথার জন্য ডিউটি থেকে বাঁচলাম।
না! সুখ কপালে সহ্য হইলনা। কালকা রাতে কইতাছে, টাক মাথা না হয় কিছু করা যায়না, চুল তো কালো করা যায়।তুমি ২৪ ঘন্টার মধ্যে চুলে কলপ করবা। নাই লে.....।
২৪ ঘন্টা শেষ হইতে আর ১ ঘন্টা বাকী।