Tuesday, December 1, 2015

আমাদের প্রিয় শামীম



যখনই দেখতাম তাকে তখনই সে ফুটবল খেলার পোষাকে আছে, সাধারন পোষাকে খুব কম দেখা যেতো,বড় মাঠে ফুটবল খেলা হচ্ছে আর সেখানে সে নাই এটা চিরন্তন অসম্ভব ঘটনাভালো ফুটবল খেলতো,অসাধারন ড্রিবলিং এর গুন ছিলো তারসঠিক পৃষ্ঠপোষকতা পেলে হয়ত বড় মাপের ফুটবল খেলোয়ার হতে পারতো

ফুটবলই ছিলো তার ধ্যান জ্ঞানপনের বছরের কলোনী লাইফে তার সাথে আমার কথা হয়েছে হাতে গোনা দু/এক বার,যা কথা হয়েছে তাও ফুটবল নিয়ে১৯৯৯ সালের পরে তার সাথে আমার আর দেখা হয়নি হঠাৎ সেদিন শুনলাম সে গুরুতর অসুস্থ,আর আজ সকালে অফিসের আসার পথে শুনলাম সে চলে গিয়েছে না ফেরার দেশে আমাদের প্রিয় শামীম, যাকে আমরা আদর করে ডাকতাম বিপি

আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক