Tuesday, June 28, 2016

আজব একটা দেশ আমাদের


আজব একটা দেশ আমাদের। ঈদ করতে বাড়ি যাবেন দেন দ্বিগুণ ভাড়া। সুযোগ পাইছে আপনারে কোবাই দিছে। কোথায় আমাদের রাষ্ট্রের ব্যবস্থা,সমাজ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা।
শুধু বড় বড় বুলি। সবকিছু সয্য করতে পারলে 
জনগণ ভালো।কোথায় আমাদের রাজনৈতিক বড় ভাইরা, সাংবাদিক,কবি ভাই বোনেরা।তোমরা এখন গাইবে। 
মা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে 
অন্যায় দেখে ধৈয্য ধরে থাকতে পারি
তোমার ভয় নেই মা আমরা নিরবাক 
থাকতে পারি ।
আমরা নাকি সাহসী জাতি । কি সাহস এ জাতির টিভি চেনেল গুলোতে শুধু আলোচনা সমস্যা নিয়ে । সমাধানের কনো উপায় নেই । আরও আছে টিভিতে দেখায় তালাশ, অনুসন্ধান,ক্রাইম সহ ইত্যাদি এরা আবার শেষ করার সময় বলে যায় এ প্রশ্ন জনগণ আপনাদের কাছে রেখে গেলাম । ঠিক তেমনি আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি ঈদের সময় কেন যাত্রীদের কাছে থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হয়?????

বউ/ বেটির ঈদের জামা/কাপড় আমি নিজে পছন্দ করে কিনি


বউ/ বেটির ঈদের জামা/কাপড় আমি নিজে পছন্দ করে কিনি। এই ব্যাপারে আমাকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। আমার রুচির উপড় সারাফের মা'র অগাধ বিশ্বাস।[ থাকাটায় স্বাভাবিক, এই রুচি নিয়ে রাজশাহী গিয়ে,সারাফের মাকে বিয়ে করেছি]। একটু সময় বের করে শো রুমে গেলাম, জামা কেনার জন্য। পছন্দও করকাম কিন্তু সারাফের মা'র জামার মাপটি কিছুতেই মনে করতে পারছিনা!!! কত যেন মাপটি?? দিলাম কল, আচ্ছা তোমার মাপটি যেন কত? খুব শান্ত ভাষায় উত্তর এলো, তুমি কোথায়? বললাম, জামার দোকানে। সারাফের বাবা, তোমাকে জামা কিনতে হবেনা, তুমি মানুষ জনের সামনে জিজ্ঞাসা করছো, জামার ------ মাপ কত!!!!???? তুমি বাসায় এসে আমার মাপ নিয়ে , তারপর জামা কিনতে যাবে, তোমার মত অসভ্য------------!!!। শো-রুমের ইয়াং ছেমরি, আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারলো, "সামথিং রঙ"। স্যার, জামাটি কি নিবেন? বললাম, কাল এসে নিয়ে যাবো। শো- রুম থেকে বের হয়ে যাবার পথে দেখি, একদম সারাফের মা!! ঠিক সে রকম গোলগাল, ছোট/খাটো!! মাপটাও ঠিক একই হবে!! ৪--/৩--- এই মাপের জামা এই মহিলার হবেই হবে!! আরে, মাপটাও দেখি মনে পড়ে গেলো!!! অবশেষে জামাটি নিয়ে নিলাম। 
শো-রুম থেকে বাইরে এসে, খুশিতে সারাফের মাকে ফোন দিলাম। সারাফের মা, তোমার জামার মাপটি মনে পড়ে গেছে, জামাও কিনে ফেলেছি। এবার আরও শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তুমি এখন কোথায়?? বললাম, রাস্তা পার হচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে তুমি আমার জামার মাপ বলছো!!!! সারাফের বাবা, তুমি এটা ইচ্ছা করেই করছো!!! তুমি একটা চরম বদ!!!! আজ বাসায় আসো-------------।