আলোচনা সমালোচনা আর শেষে সমাপ্তি....
শেষ হইয়াও হইলোনা শেষ।
রাস্তা পার হলাম, সবাই যার বাড়ীর পথে রওয়ানা দিয়েছেন আর এবার আমার পালা। কিন্তু গিড় ষ্টার্ট দেয়ার পর দেখলাম সামনের দুই চাকাতেই হাওয়া নাই। ঘড়ী বাজে রাত ১০:৩০, কোন কিছু চিন্তা নাকরেই ফোন লাগালাম জসিম ভাইকে, কিনতু তিনি ততক্ষনে নেটওয়ার্কের বাহিরে নাকি কঠিন ষড়যন্ত্র!!!! পাওয়া গেলো না, ফোন দিলাম ছোট ভাই টিপুকে আর সে চলে আসলো আমাদের মামুনকে নিয়ে। পাশেই দেখলাম তিনজন ভদ্র লোক আলাপ চালাচ্ছেন....