Monday, February 1, 2016

অপেক্ষা


কলোনি তে আমরা যখন প্রথম আসি আমাদের বাসা ছিল BH 1 এ।তিন তলা।পাশাপাশি অনেকগুলো ফ্যামিলি। বাসার পাশেই স্কুল,মসজিদ।আমরা আগে যে বাসায় থাকতাম সেখানে এত মানুষ ছিল না।তাই হঠাত বেশি মানুষ দেখে আমি কিছুটা ভড়কে গিয়েছিলাম।আমি নিতু।মা বাবার একমাত্র সন্তান।ভাই বোন নেই।তাই খুব সহজে কারো সাথে মিশতে পারতাম না।

প্রথম দিন স্কুলে গেলাম।একপাশে বসে আছি ক্লাসের।এমন সময় আমার পাশে এসে বসল ইতি।আমার সাথে ও কথার ফুল ঝুড়ি খুলে বসল।সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল।এদিকে আমার মাথায় শুধু চিন্তা কিভাবে টিচারদের সুনজরে নিজেকে নিয়ে আসব।।প্রথম সাময়িক পরীক্ষার অনেক দেরি।ইতি আমাকে বুদ্ধি দিল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নাম লিখাতে।আমিও ওর কথা মত গান, উপস্থিত বক্তৃতা তে নাম দিলাম এবং প্রথম পুরস্কার জিতে নিলাম।

সবারই মাথা মনে হয় কিঞ্চিত গরম


সবারই মাথা মনে হয় কিঞ্চিত গরম, তাই আমিও বাদ যাবো কেনো, সে জন্য বোধ হয় আমারো মাথা গরম হয়েছিলো, দুই জন বড় ভাইয়ের সাথে রাগ করে (রাগ করার কারনও ছিলো)এই পেজ ছেড়ে দিব ভেবেছিলাম, পরে একজন বড় ভাইয়ের অনুরোধে / আদেশে (সমস্যা এই জায়গা টায় উনার অনুরোধ/ আদেশ আমি কখনো ফেলতে পারিনা) এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসি।

আসলেই আমরা যারা এই পেজ টার জন্ম লগ্ন থেকে জড়িত তারা একবার চোখ বন্ধ করে ভাবিতো, এই পেজ ছাড়া কি আমাদের থাকা সম্ভব, কখনোই না। পেজ টা খুললেই তো আমি আমার অস্তিত্ব কে খুঁজে পাই। আর অস্তিত্ব কে অস্বীকার করার কোন উপায় কারো নেই।

কেউই ইচ্ছৃাকৃত ভূল করেনি


যারা বিভিন্ন কারণে (মনের কষ্ট ও ক্ষোভে) আমাদের ত্যাগ করার অভিপ্রায় ব্যাক্ত করেছে তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলবো কেউই ইচ্ছৃাকৃত ভূল করেনি। যদি হয়েই থাকে তবে তা অনিশ্চকৃত বা মনের অজান্তে ভূল।এটা হতেই পারে যেহেতু আমাদের শুরু।যেমন, আমার অফিসে গ্র্যান্ড আড্ডা’র একটি মিটিং এ আলোচনার এক পর্যায়ে আমি রেজা’র বিরুদ্ধে রেজার অনুুপস্থিতেতে (অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু প্ররোচিত হওয়া ভাল না) কিছু অন্যায় মন্তব্য করেছিলাম ।পরে জানলাম/দেখলাম যে, রেজা কোন অন্যায় করেনি ততক্ষণাৎ রেজাকে ফোন দিয়ে নিজের ভূলগুলো নিজে্ই কারেকশান করে নিলাম, আর তাতে কি আমার মান সম্মানের হাণি বা কোন প্রকার ক্ষতি হয়েছে? মোটেই না। আসলে মন উদার থাকলে এক সাথে থেকে অনেক কিছু করা যায়। সুতুরাং যার যার ভূল গুলো সে যদি নিজ থেকে কারেকশান করে নেয় তাহলে সেটাই হবে সত্যিকারের সংশোধিত/বিশুদ্ধ একটি শক্তি্ আর যদি না করি তবে তা হবে অপশক্তি। একটা কথা আছে “রেগে গেলেন তো হেরে গেলেন’’। তাহলে কি আমরা হেরে যাবো! মনে রাখতে হবে আমরা হেরে যাওয়ার ষ্টীলার নই, জয় আমাদের হতেই হবে।সামনে আরো অনেক দূর্গম/পিচ্ছিল পথ।