আমি একজীবনে কিছু মানুষের তীব্র ঘৃণা যেমন পেয়েছি ভালবাসা পেয়েছি তারও বেশি। হয়ত সেই ভালবাসার বহিঃপ্রকাশই ছিল টিপুর আমাকে আবার এই পেজে ডেকে আনা। বলতে দ্বিধা নেই এটি আমার খুব প্রিয় একটা পেজ। আমি আমার সবচেয়ে সেরা লেখাগুলো এখানে লিখেছি। আজো লিখবনা লিখবনা ভেবেও লোভ সামলাতে পারলাম না।
১৯৯৮ সালে আমরা বন্ধুরা মিলে রাঙ্গামাটি গিয়েছিলাম ঘুরতে। আশিক কোত্থেকে একটা গাড়ি যোগাড় করলো সেটা নিয়েই হইহই করতে করতে চলে গেলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু নিয়েছিল। আমাদের যাত্রা নিয়ে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছিল আবু। যাত্রার আগের দিন আবুর বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হল, আবু আর যেতে পারল না আমাদের সাথে। সারাদিন রাঙ্গামাটিতে ঘুরে বিকেলের দিকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। রাঙ্গামাটি শহর থেকে বের হবার আগেই আমাদের গাড়ির গিয়ারবক্স ভেঙ্গে বিকল হয়ে গেল। মেকানিক জানালো চট্টগ্রাম থেকে পার্টস আনার আগে ঠিক হবেনা। আমরা আটজন ঝামেলার মধ্যে পরে গেলাম একদম।