Tuesday, October 13, 2015

কত চেনা মুখ নতুন করে চেনা হয়

- Emrul Huda

কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময়....!!
"প্রিয়" কিছু হারানোর কষ্ট
আমাদেরকে কাদাঁয়।
সময়ের ব্যবধানে এই প্রিয় মানুষদের
ছাড়াই আমরা বাচঁতে শিখে যাই।
অথচ একদিন এই মানুষদের
ছাড়া বেচেঁ থাকাটাই অসম্পূর্ণ ছিল।
জীবন হয়ত কারো জন্য থেমে থাকে না;
কিন্তু হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের
জন্য মনটা ঠিকই থেমে থাকে।
হারিয়ে যাওয়ার সাথে সাথে মনের
অনুভূতিকে যেন শূন্য করে দিয়ে যায়,,,,,,,!!

মনে পড়ে অতীতের সেই কথা

- Atiq CSM

মনে পড়ে অতীতের সেই কথা
যা ছিল স্বপ্নে গাঁথা
মনে পড়ে অতীতের সেই দিন
যা ছিল ভাবনায়রত
মনে পড়ে অতীতের সেই গান
যা ছিল সুখে দু:খে অবরত
মনে পড়ে অতীতের সেই ফাল্গুন
যা ছিল বাতাসে মুখরিত
মনে পড়ে হারানো সেই স্মৃতিটা
যা ছিল পাখির ডানার মত
মনে পড়ে অতীতের সেই প্রহরটা
যা করেছিল হতাহত
জীবনের শেষ সুখটা

তোমাকে ছেড়ে যেদিন শেষ বারের মত চলে আসি


তোমাকে ছেড়ে যেদিন শেষ বারের মত চলে আসি,
পেছন ফিরে তাকাইনি আর।
চোখ বেয়ে পড়েনি ক ফোটা অশ্রু, 
ভেবেছিলাম ভেতরের মানুষ টা হয়ত মারা গেছে।
এভাবে দিন যায়,
আমি ব্যস্ত হয়ে পড়ি আমার নিজেকে নিয়ে,
হঠাত ফুরসত মিলে গেলে ভাবি তোমার সাথে দেখা করে আসি,
কারণ চোখের আড়াল হলেও, মনের আড়াল ত হওনি।
কিন্তু আমার চারপাশের মানুষগুলো আর নিষ্ঠুর পারিপার্শ্বিকতা যেন আমাকে তোমার কাছে যেতে দেয়না,
আমি অপেক্ষা করি,দিনের পর দিন,
তারপর একদিন ছুটি মেলে আমার সব ব্যস্ততা থেকে,
আমি ছুটে যাই তোমার কাছে,
কিন্তু সেখানে তোমার অস্তিত্ব বিলীন হয়েছে অনেক আগেই,
পড়ে রয় তোমার করোটি ( কংকাল)।
প্রিয় কলোনি র উদ্দেশ্যে রচিত।