আমাদের "এমদাদ-৯৭" ( ভাই ভাই ষ্টোর ), কলোনীর কয়েকজন বুদ্ধিজীবী মার্কা বান্দরের মধ্যে একজন ছিলো।
মাঝে মধ্যে ভাই ভাই ষ্টোরে বসার কারনে কলোনীর ছোট বড় সবাই তাকে চিনতো। তবে তার
অনেকগুলো বদভ্যাসের মধ্যে একটি অন্যতম বদঅভ্যাসের নাম ছিলো "বিবাহের খানা
বাতিক"। অফিসার্স ক্লাবের এমন কোন বিয়ে নাই এমদাদ খায় নাই। সুন্দর মত শার্ট-প্যান্ট,
জুতা পরে ঢুকে যেত বিয়ের অনুষ্ঠানে, এর পর খাওয়া-দাওয়া শেষ করে আমাদের সাথে এসে আড্ডা দিত।
আমরা যদি বলতাম, " কিরে কেউ তোকে
সন্দেহ করে না ?"
এমদাদের উত্তরঃ "আরে শুধু খেতে বসে গেলে সন্দেহ করতে পারে, তাই আগে কিছুক্ষন এদিক সেদিক ঘুরি, খাবার পর বোউ-জামাই দেখে দাত খিলাল করতে করতে বের হয়ে আসি,
ন্যাচারাল থাকলে কেউ সন্দেহ করে না।"