Friday, July 1, 2016

বাবা মারা গেলেন আমি যখন অনেক ছোট


বাবা মারা গেলেন আমি যখন অনেক ছোট। সেই ১৯৯১ সালে আমি সে বার HSC পরীক্ষার্থী বাবা মারা গেলেন ২৬ মার্চ তার এক মাস পরই হোল প্রলংকারী সেই ঘুর্নিঝড়। আমি সংসারের বড় ছেলে সে কি অবস্তা। যাই হোক পরম করুনাময় তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তার কিছু সি এস এম এর ভাল বান্দাদের মাধ্যমে। তারা আমাদের যে ভাবে সাহায্য সহযোগীতা, উপদেশ, পরামর্শ দিয়াছেন তা প্রকাশ করার ভাষা আমার নেই। তাদের কখনো ধন্যবাদও জানাতে পারিনি তাদের জন্য কিছু করতেও পারিনি। তাদের কয়েকজনের নাম বলে এই গ্রুপের মাধ্যমে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা হলেন বজলু চাচা ও চাচি( সুমন, রাজন এর বাবা ও মা), হেমায়েত মামা ( শিউলি আপার হাসবেন্ড), আলমগীর চাচা ও চাচি; ( সাইদ এর বাবা) আজিজ চাচা ( পলাশের বাবা)ইঞ্জিনিয়ার রসিদ চাচা, হামিদ স্যার, মোকাম্মেল চাচা, ৮৯ ব্যাচের আমার সকল বন্ধু ও বান্ধবীরা, সি এস এম ইস্কুলের সে সময়ের সকল স্যার ও আপারা। মনে বড়ই কস্ট এদের জন্য আমি কিছুই করতে পারিনি। আল্লাহ এদের সবাই কে উত্তম প্রতিদান দান করুন।যারা বেচে নেই তাদের জান্নাতুল ফেরদৌস এ দাখিল করুন।

এত বড় পোস্ট এর জন্য আন্তরিক ভাবে দু:খিত।

CSM কিছুলোকের কারনে নিজেরা গর্ববোধ করি


CSM কিছুলোকের কারনে নিজেরা গর্ববোধ করি। CSM এর বাসিন্দা নন এমন এক ভদ্র লোক গতকাল আমাদের অফিসে ব্যবসায়িক কাজে এসেছিলেন। আলাপচারিতার মাঝে CSM এর কথা উঠতেই বন্যা (চাঁদ সুলতানা) আপুর বাবা আযিযুল হক চাচার কথা বললেন। অনেকই জানেন সম্ভবত মাস দুতিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহতালাহ উনাকে বেহেশত নসীব করুক। যে কথা বলছিলাম, চাচার বিভিন্ন সততার কথা বলতে গিয়ে একপর্যায়ে ভদ্রলোক বলেলন, চাচী উনার বাবার নিকট থেকে যে জমি পাওয়ার কথা তা চাচা নিজ টাকায় কিনে নিয়ে বাড়ী করেছেন। যাক হয়তবা কথা প্রসঙ্গে লিখে ফেললাম কিন্তু আসল কথা হল CSM কে নিয়ে কেহ যখন প্রশাংসা করে তখন গর্ব বোধ হয় বাবা চাচােদর নিয়ে।