শিরিন আপু ,আপনার কথা রাখলাম ।আমরা CSM এর বাহিরে বিয়ে করেছি বলে কি আমাদের দাম নাই ?ধন্যবাদ আপু ।সুযোগ যখন পেয়েছি একটু ঢোল ও পিটায় লই ।আমি ঝুমুর ।এককালে চাঁদের বুড়ি নামে কলোনিতে খ্যাতি ছিল ।৯৫ ব্যাচ ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন শাস্ত্রে অনার্স .মাস্টার্স করেছি ।এম .এড ও করেছি ।আমি পড়ালেখা করেছি সার্টিফিকেট অর্জনের জন্য ।মূলত আমি সৃজনশীল মনের মানুষ ।তাই ১৮ বছর বয়স থেকেই আমি ফ্যাশন ডিজাইনে কাজ শুরু করেছি ।২০০৪ সালে একাত্ন দর্শন নামে নিজের একটি ফ্যাশন হাউজ চালু করি ।চট্টগ্রাম ,ঢাকা মিলিয়ে ছয়টি আউট লেট আমার ছিল ।পর পর সাত বছর বেস্ট সেলার এবং পাঁচ বার বেস্ট ডিজাইনার নির্বাচিত হই ।এখন কাজ কমিয়ে দিয়েছি প্রায় দেড় বছর ।অন লাইন ভিত্তিক কিছু ডিজাইনের কাজ এখন ও করছি তবে তা খুব স্বল্প ।ও আচ্ছা ,আমি হিলভিউ পাবলিক স্কুলে আছি ।সহকারী প্রধান শিক্ষক হিসেবে ।কামরুল ক্রিস্টাল ইন্সুরেন্সে আছে AVP . আমাদের একমাত্র সন্তান আরিন ।বয়স ছয় ।আমার স্কুলে ক্লাস ওয়ানে পড়ে ।আমাদের জন্য দোয়া রাখবেন ।ভাল থাকবেন সবাই ।
