টাকা পয়সা দরকার, কলেজে উঠছি, খরচ পাতি বেড়ে গেছে !!! এখন হাতে কিছু এক্সট্রা টাকা পয়সা লাগে। বেলাল ভাইকে ( ভাই ভাই ষ্টোর ) বললাম, “ বেলাল ভাই টিউশানি পাইলে বইলেন, হাতে টানা টানি চলতেছে, পিচ্চি পড়াবো না, কমপক্ষে ক্লাস এইট হলে ভালো হয়। “ যাই হোক বেলাল ভাই ব্যাপারটা গুরুত্ব সহকারে নিলেন। বেলাল ভাই প্রায় সময় বিকালের দিকে সময় করে কলোনিতে ঘুরতেন, আড্ডা দিতেন বা খেলতেন। একদিন বড় মাঠে খেলতেছি, বেলাল ভাই বড় মাঠে এসে আমাকে ডাকলেন।
“ রাসেল একটা টিউশনি পাইছি, ক্লাস ২তে পড়ে, আমাকে খুব ভালো জানে, চল ” আমি বললাম, “ না ভাই পড়াবো না, পিচ্চি পোলাপাইন অনেক দিকদারি” বেলাল ভাই বললেন, “ আরে কয়েক মাস পড়া, পিচ্চি হইলেও বেতন ভালো দিবে, আমাকে মাস্টারের কথা বলেছে, আমি তোর কথা বলছি।“ যাই হোক বেলাল ভাইয়ের কথাতে আর ভালো বেতনের কারনে রাজী হলাম, বেলাল ভাই আমাকে নিয়ে পরিচয় করিয়ে দিলো।