Thursday, September 10, 2015

যাবেই যদি দেরি আর কেন?

- Javed

কলোনি ছেড়ে যাবার সময়ের প্রেক্ষাপট নিয়ে একটি গান বেঁধেছিলাম বহু বছর আগে। যখন কলোনির বাসিন্দারা একে একে যেতে শুরু করেছে আর কলোনিতে থেকে যাওয়া মানুষগুলো অস্রুসজল চোখে বিদায় জানাচ্ছে।
অত্যান্ত বিনয় এবং লজ্জার সাথে বলছি গানটি আমার লেখা এবং সুর করা। বাসায় রেকর্ড করা। আশা করি কলোনির ক্ষমাশীল মানুষরা আমার রসহীন লেখার মত আমার বাজে বেসুরো গলাকেও ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি খুবই লজ্জিত যে আমার গলায় গানটি আপনাদের শুনাচ্ছি।



পুলকের পরামর্শে লিরিকও সংযুক্ত করে দিলামঃ
যাবেই যদি
Lyric, Tune & Music: Tambourine Man
Guitars: Tambourine Man
---------------------------------------------
যাবেই যদি দেরি আর কেন?
বিদায় বেলায় কষ্ট বাড়ানো।
চলেই যেতে হবে যখন
তবে চলে যাও।
তোমার জন্য শুভকামনা।
যদি কষ্ট লাগে শুধু কান্না পায়,
অশ্রু এসে দুচোখ ভিজে যায়।
লেখার কাগজ টেনে নিয়ে ছোট্ট একটা চিঠি
পাঠিয়ে দিয়ো পুরনো ঠিকানায়।
কত স্মৃতি, কত কথা, কত সুরে কত হাসি গান
কান্না ছিল, দুঃখ ছিল আর বুক ভরা কত অভিমান।
যত দূরে যাও তুমি সাথে নিয়ে যাও
আমার এই সুর এই গান।
শত ব্যস্ততায় তুমি ভুলে যেওনা
আমার এই সুর এই গান।

Link: https://www.facebook.com/tambourine.man.3/videos/10207485134505319/

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss