Sunday, November 22, 2015

ইমোশন ও ড্রেন দুজনে দুজনার


ড্রেনে পড়া নিয়ে অনেক দিন ধরেই আমরা অনেক কিছু বলছি বা লেখছি, কেউ ইমোশনাল হয়ে ড্রেনে পড়ে, কেউ জ্বরের দুর্বলতায় ড্রেনে পড়ে, কেউ প্রেমে পড়ে ড্রেনে পড়ে আরো কত কাহিনী

আজ সকালে এসে শুনলাম বা দেখলাম ড্রেনে পড়ার আরেক কাহিনী, তবে এর সংগে আমাদের সিএসএম- এর কেউ জড়িত নয়

সকালে অফিসে এস বসতে না বসতেই,অফিসের পিয়ন সানোয়ার বিধ্বস্ত ভেজা অবস্থায় আমার রুমে এসে কান্নাকাটি শুরূ করল, বিস্তারিত যা বলল তা হচ্ছে সে প্রতিদিনের মত চেক জমা দেওয়ার জন্য ব্যাংক এশিয়া , মহাখালী ব্রাঞ্চে যাচ্ছিলো, যাওয়ার পথে সে হঠাৎ একটি বড় ড্রেনে পড়ে যায় তবে সানোয়ার বলল ,” স্যার আমি পড়ছি সমস্যা নাই তবে সব কয়টা চেক ড্রেনে ভাইসা গ্যাছে”, এই বলে আবার কান্না শুরু করল