Wednesday, January 6, 2016

গ্রেন্ড আড্ডাতে খেলাধূলা আইটেম এ 7 থেকে 10 বছর প'যন্ত বাচ্চাদের জন্য


গ্রেন্ড আড্ডাতে খেলাধূলা আইটেম এ 7 থেকে 10 বছর প'যন্ত বাচ্চাদের জন্য একটা ক্রীকেট প্রীতি ম্যাচ থাকলে ভালো হয়। কারণ এখন সব ছেলেরা ক্রীকেট নিয়ে অতি exited। ম্যাচ না করতে পারলেও এমন ভাবে করা যেতে পারে প্রত্যেকে 2 ওভার করে খেলবে। তাহলে ওদের enjoy টা মনে হয় পরিপূ'ণ হবে।

মনে পড়ে সি এস এম তোমায়


মনে পড়ে সি এস এম তোমায়
কত স্মৃতি আর স্বপ্নের বাসনায়
ট্যাঙ্কির তলায় সে তুমুল আড্ডায়
গ্রীষ্মকালে রাতে ছাদে শুয়ে আকাশের পানে চেয়ে থাকায়
বাসায় বাসায় আম কাঠালের পসরা বসায়
বর্ষাকালে বল খেলে কর্দমাক্ত হয়ে পুকুরে ঝাপ দেওয়ায়
ওরে খেলা ফুলের টব দর্শকের চিৎকারে মন ভাসায়
শরৎকালে আনসার ব্যারাক এর কাশফুলের দোলায়
শাপলা আর পদ্ম ফুলের পুকুর ছেয়ে যাওয়ায়
হেমন্তকালে বিকেলে সোনালী রোদের খেলায়
বাসার কার্নিশে জবা ফুলের লাল আভায়
শীতের বিকালে ব্যাটমিন্টন আর লাটিম খেলায়
খেজুরের রস আর ভাপা পিঠার ধূয়ায়
বসন্তকালে বাগানের নতুন শাক সবজির মুখরতায় 
শিমুল পলাশ আর গাঁদা ফুলের স্নিগ্ধ আভায় ।

হ্যাঁ, আমি পারবই


ক্লাসের শেষ রোলের ছেলেটি — যে কি না প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো, তাকেই আজ দেখা যায় পাজারোতে চেপে অফিস যেতে । হ্যাঁ, সে আজ কম্পিউটার ইঞ্জিনিয়ার । . রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে বিখ্যাত, পাড়ার যেকোন গন্ডগোলে যেই ছেলেটিকে ছুঁড়ি হাতে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা যেত, সেই আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে পুরো একটি ব্রিগেড ফোর্স । কাঁধভর্তি চকচকে স্টার আর জাতীয় প্রতীক শাপলা । 

সে আজ সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা । . যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই মাথা ঘুরে পড়ে যেত, সেই আজ অপারেশন থিয়েটারে রক্ত নিয়ে হাত মাখামাখি করে ফেলে । হ্যাঁ, সে আজ দেশের নামকরা একজন ডাক্তার । . ..........সবকিছই বদলে যায় । বদলে যায় সমাজ, বদলায় মানুষ আর মানুষের জীবন । . শুধু দরকার একটু ধৈর্যের ।