Sunday, July 10, 2016

বৃটিশরা ICS অফিসার দের অফিস রুমে আরাম করার জন্য লম্বা ইজি চেয়ারের প্রচলন করেছিল


বৃটিশরা ICS অফিসার দের অফিস রুমে আরাম করার জন্য লম্বা ইজি চেয়ারের প্রচলন করেছিল। বৃটিশ চলে যাবার পর CSP অফিসাররাও সেটা চালু রেখেছিল। 

শোনা কথা সারা রাত মাস্তি ফুরতি করে সকালে অফিসে গিয়ে রুমের বাইরে লাল বাতি জালিয়ে সাহেবরা আরাম করতো। 

আর BCS অফিসাররা সেই ধরনের আরাম কেদারা রুম থেকে বিদায় করেছে তবে সচিবালয়ে চাকরী করা সুবাদে কিছু কিছ সচিব, মন্ত্রীর রুমের পাশেই আরাম কেদারার স্থলে আলাদা রুমের ব্যবস্থা দেখেছি যেখনে খট পালং সহ আরাম- আয়েশ করার সমস্ত এন্তেজাম বিদ্যমান। 

এখানেও শোনা কথা তারা নাকি শারীরিক ভাবে অসুস্থ বলেই এ ব্যবস্থা। 

আমি আবার শোনা কথায় বিশ্বাস করি না ( হা হা)

যাহোক তুমি কালকে অফিস করার কিছু কৌশল এখান থেকে বের করতে পার কিনা দেখতে পার।

" আকলমানকে লিয়ে ইশারায় কাফি। হে "

হা হা হা --+++++ থামাতে পারছি না। @ Atiq Csm

ঈদের দু দিন আগে, রাত প্রায় দশটা আমি বাসার কাছের এক মার্কেটে


ঈদের দু দিন আগে, রাত প্রায় দশটা আমি বাসার কাছের এক মার্কেটে টুকটাক কেনাকাটা করে হেটেই বাসায় ফিরছিলাম, আচমকা কে যেন আতিক ভাই আতিক ভাই করে ডাকছে। আমি একটু অবাক হয়ে গেলাম।এ এলাকায় তো আতিক ভাই আতিক ভাই বলে এমন আন্তরিক ভাবে কেউ তো ডাকার কথা না, শুনার ভুল না তো আমার? কৌতুহলে পিছনে ফিরে তাকিয়ে দেখি আমাদের Iftekher Kashem বাপেন। কোলে তার ছেলে। জিজ্ঞেস করলাম এতো রাতে এখানে কি? বলল, তার বৌ এই মার্কেটে (পল্লবি শপিং সেন্টার) টেইলার্স থেকে কাপড় ডেলিভারি নিতে আসছে। রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষন কথা বললাম। 

পুনশ্চ : বাপেন ছেলেটাকে কলোনিতে দেখতাম ক্রিকেটে ভালো পেস বোলিং করতে পারত। লেগে থাকলে হয়ত ভালো একজন পেসার হতো।

গতকাল (৯/৭;১৬) বিকেলে ছেলেকে নিয়ে মাঠে ক্রিকেট খেলছিলাম, মোবাইলে দেখি দেশের বাইরের কল, ফোন করেছে ফুটবলের দেশ সূদুর ব্রাজিল থেকে Titu Barua. স্কুল জীবনে সে আমার এক ক্লাস সিনিয়র হলেও আমার সাথে তার সম্পর্ক টা ছিলো খুবই মধুর ও বন্ধুত্বপূর্ণ। দারুন রসিক আর সেন্স অফ হিউমারে পরিপূর্ণ একজন সে।

এ ধরনের আন্তরিক পরিবেশ আর পুরোনোদের পেলে অনেক বিশৃঙ্খলা, অনেক কষ্টই ভূলে যেতে ইচ্ছে করে।