Sunday, May 29, 2016

নিজেরে আবারো কেমন জানি ফেসবুক সেলেব্রিটি মনে হইতাছে


নিজেরে আবারো কেমন জানি ফেসবুক সেলেব্রিটি মনে হইতাছে, কিছুক্ষন আগে বাসার কাছে এক ডায়াগনস্টিক সেন্টারে আমার ব্লাড টেস্টের রিপোর্ট আনতে গেছিলাম। হঠাৎ সেখানে একজন মহিলা তার হাসব্যান্ড সহ খুব আন্তরিক ভাবে আমার সাথে পরিচিত হলো, আমি জিজ্ঞেস করলাম আমাকে চিনলো কিভাবে, আবারো সেই চির পরিচিত উত্তর, ফেসবুকের মাধ্যমে। ভালোই লাগছে ফেসবুকের মাধ্যমেই পরিচিত হচ্ছি সবার কাছে।

জয়তু ফেসবুক, জয়তু সিএসএম কলোনি।

আর হ্যাঁ, সেই পরিচিত জন হচ্ছে আমাদের কলোনির বড় ভাই বাবুল ভাইয়ের ছোট বোন Rowshonakter Lepe ( ৯৪ ব্যাচ)।

তোমাকে অভিবাদন ছোট বোন লিপি।

গত বৃহস্পতিবার কুষ্টিয়া এসেছিলাম অফিসের কাজে


গত বৃহস্পতিবার কুষ্টিয়া এসেছিলাম অফিসের কাজে | নানা ব্যস্ততায় এবং কিছুটা অসুস্থতার কারণে কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার ইচ্ছা থাকলেও সময় করে উঠতে পারিনি | বিশেষ করে Taskiatun Nur Tania আপুর বুড়ো প্রিয়তমের 😜কুঠিবাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও সময় করে উঠতে পারিনি |

একই কাজে আজ আবার কুষ্টিয়া আসার সুযোগ হলে কুঠিবাড়িতে যাওয়ার সুযোগ আর হাতছাড়া করিনি | অফিসের কাজ সিস্টেমে ফেলে দিয়ে গাড়ি নিয়ে ভোঁ দৌড় ! লালনের মাজার, বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের পৈতৃক ভীটা , হার্ডিঞ্জ ব্রীজ ঘুরে তানিয়া আপুর প্রিয়তমের কুঠিবাড়িতে গিয়ে দেখি, আজ সাপ্তাহিক বন্ধ !! মেজাজটা চাংগে উঠে গেলো !! দারোয়ান ব্যাটা সম্মান করে বাহিরের গেট খুলে দিলে ভিতরে গিয়ে তানিয়া আপুর জন্য কয়েকটা ছবি তুলে নিই | অন্দরমহলের চাবি কিউরেটরের কাছে থাকায় অন্দরমহলে যেতে পারিনদেই| সময়ের স্বল্পতা থাকায় ভদ্রলোক চাবি নিয়ে আসতে চাইলেও মানা করে দেই| বাহির থেকেই কিছু ছবি তুলে কুলফি খেতে খেতে সেলফি তুলে চমৎকার একটি দিন কাটিয়ে ফিরে যাচ্ছি জেলখানায় |

এই দুনিয়াতে সকল মানুষ ই মনে হয় তার নিজের প্রসংশা সুনতে অভ্যস্ত


এই দুনিয়াতে সকল মানুষ ই মনে হয় তার নিজের প্রসংশা সুনতে অভ্যস্ত ,যে মানুষ যাকে যত বেশি তেলাতে বা প্রসংশা করতে পারে সেই মানুষ তার কাছে তত ভাল, আর এই সব জাগায় আমি বেতিক্রম আমি প্রসংশা না করে তাকে সত্যি টা বলে দেই, তাতেই আমি দোষী হয়ে যাই,তারপর ও আমি সত্যি টা বলবই,আর কোন মানুষ কোন কথাটা দিয়ে সত্যি কথা বলছে না তেল দিছে এইটা যদি না বুজে তাহলে কি বলা বা ভাবা উচিত।তবে এই বেপারে আমি পুরাই বেকুব মানুষ কারন যে কোন মানুষ যা বলে আমি তাই সত্যি বলে বিশ্বাস করি তাতেই আমি বেশি ধরা খাই।কিন্তু কোনটা আমাকে তেল দিছে এই টা খুব ভাল ভাবে বুজতে পারি,তাই সকলের কাছে বিনিত অনুরোধ কাউ কে নিয়ে মিথ্যা প্রশংশা করবেন না।

কিছুক্ষণ আগে Mohammed Kamar Uddin ভাই জুহি ও মাধুরির ফ্যান পেজের


কিছুক্ষণ আগে Mohammed Kamar Uddin ভাই জুহি ও মাধুরির ফ্যান পেজের একটি তুলনামূলক চিত্র দিয়ে বলেছিলেন, এটা দেখে আমি টাস্কি খাবো। আমি সত্যিই টাস্কি খেয়েছি। শুধু টাস্কি নয় আমি মর্মাহত, উদ্বিগ্ন। কারন জুহির পেজের লাইকারের সংখ্যা ৮লাখেরও অধিক। জুহির লাইকার এতো জন হবে কেন? আমি ভেবেছিলাম জুহির লাইকার শুধু আমি একাই থাকবো আর কেউ নয়। আমি কায়মনোবাক্যে আশা করছি জুহির লাইকার দিনে দিনে আরো কমতে কমতে এক জনে নেমে আসুক, আর এই একজনই শধুই আমি। আমি আরো আশা করছি আমাদের মাধুরী শিক্ষিত মামীর লাইকার ২ কোটি থেকে ২০০ কোটিতে পরিণত হোক। উনারে লই বেকে কাড়াকাড়ি করুক।

মঞ্চ কাঁপিয়ে টেলিভিশনে এলেন তিনি


মঞ্চ কাঁপিয়ে টেলিভিশনে এলেন তিনি, ট্র‍্যাডিশনাল পুতু পুতু প্রেমের নায়ক চরিত্রের সংজ্ঞা পালটে দিলেন। তারপর চলচিত্রে।সেখানেও গৎবাঁধা ভিলেন ও কমেডি চরিত্রের ধারা বদলে দিলেন। দেখা গেল দর্শকের কাছে নায়কের চেয়ে ভিলেনই জনপ্রিয়। কথাবার্তা চালচলনে প্রচন্ড ক্যাজুয়াল ছিলেন তিনি।

মঞ্চ থেকে চলচ্চিত্র সর্বত্রই ছিল তার সাবলীল ও রাজসিক পদচারণা। অভিনয়ের ভেতরে চলে যাওয়ার অপূর্ব ক্ষমতা। মিশে যাওয়া অভিনয়ের সাথে।অভিনেতা যায়, আসে। কিন্তু কিংবন্তি তৈরি হয় সচরাচর। একবার গেলে আর আসে না। নজরুলের ধুমকেতুর মত-‘আমি যুগে যুগে আসি; আসিয়াসি পুনঃ মহাবিপ্লব হেতু। এই স্রষ্টার শনি মহাকাল ধুমকেতু’। এরা বার বার আসে না। শত বছরে আসেন একবার। এসে বিপ্লব সাধন করেই চলে যান।

হ্যাঁ , আমি হুমায়ুন ফরিদীর কথা বলছি। অভিনয় জগতের সত্যিকার কিংবদন্তী এই অভিনেতার ৬৪ তম জন্মদিন আজ। আজকের এই দিনে এই গুনীর প্রতি রইল সিএসএম কলোনী গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিবাদন।যেখানেই থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন।