ইউটিউব এ অনেক পুরানো কিছু হিন্দি, ভারতীয় বাংলা ছবির অংশ বিশেষ দেখছিলাম, বিশেষ করে কেয়ামত সে কেয়ামত তাক, শাহেন শাহ, দিল, ম্যায়নে পিয়ার কিয়া, আফসানা পিয়ার কা অথবা অমর সংগী, গুরু দক্ষিণা। সাথে সাথে ফিরে গেলাম সেই ৮৮/৮৯ সালে, তখনও ঘরে ঘরে রঙিন টিভি আসেনি, লাক্সারিয়াস বিনোদন বলতে ভিসি আর এ ছবি দেখা, ভিসিয়ার ভাড়া করে আনা হতো, আর ২৪ ঘন্টার জন্য ক্যাসেট ভাড়া ছিলো সে আমলেই ২০ টাকা। মনে পড়ে মামার বাসা থেকে এক দেড় মাসের জন্য ভিসি আর আমাদের বাসায় এনে রাখতাম। রাত নয়টার পরে সিনেমা দেখা শুরু হতো, প্রতিবেশী দের আগমনে সরগরম থাকতো বাসা। খুব ফাইটিং সিনেমা পছন্দ করতাম, তবে কেয়ামত সে কেয়ামত তাক সে পছন্দ ঘুরিয়ে রোমান্টিক সিনেমার দিকে নিয়ে যায় তার সাথে সাথে জুহি চাওলাকে মনে ধরে যায় সারা জীবনের জন্য।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Friday, December 18, 2015
লিখার শুরুতে আতিক ভাই এবং মানিক ভাইয়ের কাছে মাফ চেয়ে নিচ্ছি
লিখার শুরুতে আতিক ভাই এবং মানিক ভাইয়ের কাছে মাফ চেয়ে নিচ্ছি।।কারন আমি নাকি
তেল-গ্যাস মিশ্রিত লেখা লিখি।।আজকে লিখবো নিরু ভাইকে নিয়ে।।আমি তখন স্কুলে
পড়ি।।কিন্তু কোন ক্লাসে পড়ি ঠিক মনে নেয়।।তবে বুঝি।।আমার বড় ভাই।।নাম ফারুক।।95ব্যাচ।।
বড় ভাইয়াও তখন স্কুলে পড়ে।।তো কলোনী একবার হঠাত করে
ছেলে ধরার মানে অপহরণের উপদ্রব দেখা দিয়েছিল।।দু এক জন অপহরণের স্বীকারও বোধ হয়
হয়েছিল।।সেই উপদ্রবে আমার বড় ভাইও পড়েছিল।।দু তিন জন লোক বড় ভাইকে ভাল ব্যবহার,,খাবার এবং কিছু টাকা দিয়ে বশ্ করলো এবং সময় দিল সন্ধ্যায়
বড় ভাইকে নিয়ে ঘুরতে যাবে।।বড় ভাইতো মহা টেনশন।।কি করবে ভেবে পাচ্ছিল না।।
Subscribe to:
Posts (Atom)