রাত ১১টা। সিগারেটের নেশা চেপেছে। কি করি? হাতের কাছে সিগারেট নেই। হঠাত মনে পরলো, সন্ধায় বাসায় ফেরার সময়, সিড়ির নিচে আধা খাওয়া একটি সিগারেট পরে থাকতে দেখেছি। চুপচাপ দরজা খুলে বের হলাম। সিগারেটটি ধরিয়ে দিলাম দুই টান। যথেষ্ট, সিগারেটটি ছিলো, রমনা " Brand"।
কয় দিন ধরেই রনি বলছিলো, ভাইয়া চলো, সাইফুল আমিন চাচাকে দেখে আসি। চাচা খুব অসুস্থ। সাথে বন্যাও যাবে। আজ যাবো,কাল যাবো করে আর সময় হয়ে উঠেনি।
কিন্তু চাচা সময় মত চলে গেছেন। আমরা এত ব্যাস্ত যে, চাচা আমাদের সময় নষ্ট করতে চাননি।