আগে যখন ঢাকা থেকে চিটাগাং গিয়ে ঈদ করতাম, তখন কি যে একটা টেনশন কাজ করত, ঠিক মত যাওয়া আসার টিকেট পাওয়া যাবে কিনা, সবার সব কিছু কেনা হয়েছে কিনা, অফিস থেকে টাইম মত বের হয়ে গাড়ি ধরতে পারব কিনা ইত্যাদি
ইত্যাদি।সে টেনশন ছিলো আনন্দের টেনশন, আপনজন দের সাথে দেখা হওয়ার আনন্দ।
এখন যতই গাম্ভীর্য বজায় রেখে চলিনা কেনো ভিতরে ভিতরে সে ঈদ টাইপ উত্তেজনা
চলছে। আর সেটা হচ্ছে আমাদের গ্রান্ড আড্ডারর আনন্দ টেনশন। গ্রান্ড আড্ডা উপলক্ষ্যে
এখনো পোশাক কেনাকাটা চলছে, যাওয়া আসা কিভাবে
হবে এটা নিয়ে চলছে গবেষনা, চিটাগাং গিয়ে কোন
হোটেলে উঠব এটা নিয়ে চলছে রীতিমত বিতর্ক প্রতিযোগিতা।
আমাদের এ উত্তেজনা দেখে
বাসায় বেড়াতে আসা কাজিনও আমাদের সাথে চিটাগাং যাওয়ার ইচ্ছা জানিয়েছে, নিয়মের বাধ্যবাধকতার কারনে সে হয়ত আমাদের আড্ডায়য় অংশ নিতে
পারবেনা কিন্তু উত্তেজনায় তো সামিল হোল, এটা বা কম কিসের।আমি আমার একটি লিখায় লিখে ছিলাম কলোনি ছাড়ার পর প্রতিটি ঈদ
ছিলো আমার কাছে ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেখানে কোন প্রানের স্পন্দন পাইনি। আজ এ প্রানের মিলন আমাকে সে প্রান স্পন্দিত
ঈদের আনন্দে ফিরিয়ে নিচ্ছে। আজ বিনয়ের সাথে গর্ব প্রকাশ করে চিৎকার করে বলতে ইচ্ছা
করে এ পেজ তৈরির পিছনে আমার কিছুটা অবদান ছিলো।
No comments:
Post a Comment