আজ সন্ধায় বন্যার বাসায় গিয়েছিলাম। বন্যা, জাবেদ, টিপু, আপেল, শেষে দেখলাম
নাসিরও হাজির। খুব বিজি। আড্ডা উপলক্ষে বই আকারে কি যেন প্রকাশ করবে। বসে বসে গল্প,
কবিতা আর কি কি যেন বাছাই করছে।
আজ খুব একটা পাত্তা দিলোনা আমাকে। যদিও চা/নাস্তা খাওয়াইছে। তবে কাজটা ভালো
করিনাই। একটা সন্দেশ খেয়ে ফেলেছি, টিপু হারামজাদার
পাম্পে, সাহস করে খেয়ে ফেললাম।
সন্দেশে চিনি কম থাকে, খান একটা কিছু
হবেনা। কিন্তু দই টা যে খাইলাম, এই দোষ কাকে দেই??
মনে করতে পারছিনা, মনে হয় বন্যা জোর করে প্লেটে তুলে দিয়েছিলো।
আমার না হয় ডায়াবেটিস আজ একটু বেশিই হলো, যে কাজটি ওরা হাতে নিয়েছে, তা যেন সফল হয়। হবে ইনশাল্লাহ। আমি দেখেছি, ওরা খুব আন্তরিকতার সাথে কাজটি সুরু করেছে।
No comments:
Post a Comment