বুকের বাম পাশে হাল্কা চিনচিনে ব্যাথা। অনেক পুরাতন বন্ধু, অনেক কথা। কিন্তু আজকে তার সাফল্যে আমার কেন এমন লাগছে? এটাই মানব চরিত্র, হুমায়ুন আহমেদ এর মতে “বায়বীয়” আর অনেকের মতে “জলীয়” চরিত্র। আমরা কেউই এর উর্ধে নই। অকপটে স্বীকার হয়ত করা কঠিন কিন্তু বাস্তবে আমরা সবাই বায়বীয় কিংবা জলীয় চরিত্র ধারন করি।
খুব ছোট বেলা থেকে আমরা কিছু চুরি হলে চোর খুঁজি, যখন আমি পুলিশ তখন তীর সবার দিকেই আমি ছুঁড়তে পারি! তাতে আমার হারানো জিনিস ফেরত না আসলেও আমার সম্পর্ক গুলো হারাতে থাকে। কোন অদ্ভুত কারনে বুকের সেই ব্যাথা তখন আর কাজ করে না। আমরা পারি না রুপের এই বদলকে নিয়ন্ত্রণ করতে।