আমি আনন্দে আত্মহারা, বাক্যহারা, সাথে দিশোহারা, এবং সর্বহারা !!! ধুর আবেগের চোটে কি এগুলা বলতেছি, আনন্দে আত্মহারা বাক্যহারা হওয়া যায়, কিন্তু দিশোহারা আর সর্বহারা কিভাবে হয়। আচ্ছা বাদ দিলাম, আজ একটা খুশির দিন, খুশির দিনে সব কিছু হওয়া যায়। তবে পরনের কাপড় চোপড় না হারালেই হয়। এটা আবার ইজ্জতের মামলা, আমি পাগল টাইপ মানুষ হইলেও ইজ্জৎ বইলা একটা কথা আছেনা।
খুশির কারন হইতাছে আজ থেকে বহু সাল আগে, এই ১৪ জুন, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র, সিটি কলেজের পাশের এক হাসপাতালে (মেমন হসপিটাল)আমার জন্ম হয়েছিল। আর সেই দিন টিই পোলাপান, বড় ভাই, বোনেরা ও বন্ধু রা এই পেজের মাধ্যমে আওয়াজ দিয়া জানান দিয়া মনে করাই দিলো।
জন্মদিন টাইপ জিনিস গুলা আমাদের মত আম পাবলিক দের লাইফের সাথে ব্যাটে বলে মিল খায়না। আগে কখন জন্মদিন গ্যাছে আর কখন আসছে বুঝতেও পারিনি। রোমান্টিক যুগেও জন্মদিনের এমন উত্তাপ কখনো টের পাইনি।
আমি আসলেই অভিভূত । সবাইকে সকৃতজ্ঞ ধন্যবাদ।