মনডা আজ এতো খুশি লাগতাছে কেন?কারণ আজ দুই দিন কলোনীর কয়েকজনের লগে ফোনে আলাপ করা হয়েছে,মনডা কয় হগলের লগে ফোনে আলাপ করি জানি না কে কি মনে করে আমি আমার নিজের মতো কথা কই, অপর প্রান্তে যার সাথে আলাপ করি তিনি মনে হয় আমার কথা বাতা বিরত্ত হয় তাও কথা কই সামনা সামনি তো আর কিছু কয়না,আমার আবার লজ্জা শরম কিছুডা কম কেউ কিছু কইলেও মনে কিছু করিনা,মনডা কয় এই রমজান মাসে হগলের লগে একবার দেখা করি, সংযমের মাস রোজা না রাখলেও দুপুরে খাওন যাইবো না ((তাই বলে আমি না আমি রোজাদার মানুষ))তাই চিন্তা ভাবনা করতাছি ইফতার এর উছিলায় হগলে একবার মিলিত হই কলোনীর ছাওয়াল পাওয়াল তো কম না হগলে কি কন সবাই কি আবার একসাথে হওয়া যায় না,আপনার উপর ছাইড়া দিলাম,আশা করি এই রমজানে আবার কলোনীবাসি এক হমু কে কিতা খাইবো কইয়া দিয়েন যারা রোজা রাখেনি তাদের জন্য আলাদা স্পেশাল শাহি নুরানী খাওন রেডি করতাসি
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment