Tuesday, June 14, 2016

মনডা আজ এতো খুশি লাগতাছে কেন?


মনডা আজ এতো খুশি লাগতাছে কেন?কারণ আজ দুই দিন কলোনীর কয়েকজনের লগে ফোনে আলাপ করা হয়েছে,মনডা কয় হগলের লগে ফোনে আলাপ করি জানি না কে কি মনে করে আমি আমার নিজের মতো কথা কই, অপর প্রান্তে যার সাথে আলাপ করি তিনি মনে হয় আমার কথা বাতা বিরত্ত হয় তাও কথা কই সামনা সামনি তো আর কিছু কয়না,আমার আবার লজ্জা শরম কিছুডা কম কেউ কিছু কইলেও মনে কিছু করিনা,মনডা কয় এই রমজান মাসে হগলের লগে একবার দেখা করি, সংযমের মাস রোজা না রাখলেও দুপুরে খাওন যাইবো না ((তাই বলে আমি না আমি রোজাদার মানুষ))তাই চিন্তা ভাবনা করতাছি ইফতার এর উছিলায় হগলে একবার মিলিত হই কলোনীর ছাওয়াল পাওয়াল তো কম না হগলে কি কন সবাই কি আবার একসাথে হওয়া যায় না,আপনার উপর ছাইড়া দিলাম,আশা করি এই রমজানে আবার কলোনীবাসি এক হমু কে কিতা খাইবো কইয়া দিয়েন যারা রোজা রাখেনি তাদের জন্য আলাদা স্পেশাল শাহি নুরানী খাওন রেডি করতাসি

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss