Friday, September 4, 2015

সি এস এম কলোনী গ্রুপ এর প্রথম আড্ডা

- Anisur Rahman Reza

আজ বিকাল ৫টায় আমরা সবাই নিরু এবং জসিম এর অফিসে মিলিত হই।এইটাই ছিল আমাদের সি এস এম কলোনী গ্রুপ এর প্রথম আড্ডা ।আজকের আড্ডাটি ছিলো একান্তই আমাদের বন্ধু আহসানুল হক তারিক কে নিয়ে।এখানে আমরা যারা , সি এস এম কলোনীর হয়ে উপস্থিত ছিলাম একটি বিষয় সবাই একমত তারিক এর জন্য কিছু একটা করতে হবে।সবার মত অনুযায়ী তারিক এর জন্য আগামী ০৬/০৯/২০১৫ তারিখে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে।তারিক এর জন্য আমরা ৯ সদস্যের একটি মনিটরিং গ্রুপ করেছি। নিন্মে তাহাদের নাম দেয়া হইলো ঃ

কি জানি মিস করে ফেললাম


এই গ্রুপে একটু পর পর ঢু না মারলে মনে হয় কি জানি মিস করে ফেললাম। বড় ভাই/আপা/ ছোট ভাইদের অসাধারন এক আড্ডার জায়গা এই গ্রুপ। Morshed Neeaj (জনি) কে কত পিচ্চি দেখেছি এখন সে বড় বড় মামলা সামলাচ্ছে। Kal Purush (মানিক) কেও দেখলাম। এই ব্যাচের গিয়াস উদ্দিন ( বাকি নাম গুলো মনে পরছে না) এর খবর কি ? Mahmudur Rashid Pulak ভাইয়ার সাথে কখনো সেভাবে কথা হয়নি তারপরেও আত্বার একটা টান ছিল বলেই এইখানে এক সাথে আড্ডা হচ্ছে। মুরাদ ভাই কে দেখা যাচ্ছে না frown emoticon শুভ ভাই ( ৯৬ ব্যাচ) কিংবা টিপু ভাই (৯৫ ব্যাচ) কে দেখতে পেলে অনেক ভালো লাগতো। Sony Khanআপা আপনি গল্প না লিখে যে আমাদের ঠকাচ্ছেন এই টা কি বুঝতে পারছেন ? Mohammed Kamar Uddin ভাই কি নিরবতা পালন করেই যাবেন? আমাদের Anisur Rahman ভাই টিকেট না কেটে ট্রেনে ঊঠে একটু বেকায়দায় আছে উনি ফিরলেই ব্যবস্থা নিবো । কাউ রে ছাড়া হবে না ।