লেডিস & জেন্টেল CSM, আজকে দেখি সবাই প্রেম নিয়ে স্টাটাস দিচ্ছে, উদ্দেশ্য বুঝা মুশকিল, নিজে কাঁদতে চায়, নাকি কাঁদাতে চায় !!!!!! কলোনির ঘটনা বলেই মনে হয় হয়তো মনে পড়ছে সবার, শুনেন তাহলে প্রেমের উল্টো দৌড়ের কাহিনী,
আমাদের ৯৭ ব্যাচ এর একজন বালক, একটি সুদর্শনা বালিকার প্রেমে মশগুল !! (গোপনীয়তার সার্থে নাম গোপন রাখা হলো, আশা করি কেউ নাম প্রকাশ করবেন না ) প্রতিদিন কলোনির প্রেমের নিয়ম অনুযায়ি দীর্ঘদিন বিল্ডিং এর আশেপাশে ঘুরাঘুরি, রাস্তায় দেখলে পিছে পিছে হাটা সবই চলছিলো, কিন্তু বেচারার সাহস হয় না কাছে যেয়ে প্রস্তাব দিয়ে তার পছন্দের কথা বলবে, তার এই ধরনের কার্যকলাপে আমরা তার প্রেম নিয়ে তার চেয়ে বেশি চিন্তিত, তাকে যতভাবেই সাহস দেইনা কেন, কোন ভাবেই তার সাহস হয় না !! যাই হোক এর একটা বিহিত'তো করা দরকার। এভাবে হা হা হা... প্রায় ১ বছর চলার পর, একদিন সিদ্ধান্ত নিলাম বালকের যখন সাহসে কুলাচ্ছে না, তখন অন্য কাউকে দিয়ে ব্যাপারটা বলাতে হবে, আলোচনার এক পর্যায়ে সুমন-৯৭ বলল, " তোরা আমাকে আগে বলবি না !!! আরে আমি বলবো, কোন ব্যাপার না, বালিকা আমার আব্বার কাছে পড়তে আসে, আমার সাথে কথা হয় মাঝে মধ্যে !!"