Sunday, January 17, 2016

কিংবদন্তি এমরান, কিংবদন্তী কোরবান আলী

- Atiq CSM

গতকাল Ripon Akhtaruzzaman ভাই আমার অফিসের আড্ডায় আমাদের দুটি গানের কিছু অংশ শুনিয়েছেন। যার প্রথম টি গেয়েছিলো কলোনির কিংবদন্তি এমরান, ২য় টি অপর কিংবদন্তী কোরবান আলী। মজার ব্যাপার হচ্ছে গান দুটি রিপন ভাই হুবুহু এমরান ও কোরবানের কন্ঠ অনুকরনে গেয়েছেন।

এমরানের কন্ঠে অনুকরনে ১ম গান।
রসের কথা কই কই আর কদিন ঘুরাইবা
মিডা কথা কই কই আর কদিন বারাইবা
কথা দ না আরে তুঁই ভুলিনজাইবা...

২৯ শে জানুয়ারি - প্রিয় সব মানুষের কোলাহল


২৯ শে জানুয়ারি। প্রিয় সব মানুষের কোলাহল। আপনজনদের মিলনমেলা। যাকে আমরা ভালোবেসে নাম দিয়েছি আড্ডা। এটা কি শুধুই কোলাহল আর মিলন মেলা? নাকি শুধুই আড্ডা? নাজমুল মাঝে মাঝে মজা করে বলে, ভাইজান এটা হলো লস প্রজেক্ট। তাহলে কি এটা লস প্রজেক্ট? CSM এর পরের প্রজন্ম আজ দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পরেছে। কি নাই আমাদের? ডাক্তার/ইঞ্জিনিয়ার/সচিব/ব্যাংকার/আর্মি/ব্যাবসায়ি সব যায়গাতেই আমরা আছি। এই শক্তিটাই আমাদের বিশাল সম্পদ। এখন কথাটি হলো, আমাদের মধ্যে অনেক ভাই বোন হয়তো ভালো অবস্থানে নাই। এত বড় মিলন মেলায়, পুরাতন সম্পর্কের সিঁড়ি বেয়ে নতুন করে সবাই, একে অপরকে চিনবে,জানবে,বুজবে। অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানো অনেক সহজ হবে। এই পেজের আমার ভাই/বোনেরা, সামান্য হলেও সে কাজটি করে দেখিয়েছে। তারমানে, পথটি তৈরী হয়েছে। এখন এই পথটিকে মজবুত করতে হবে। এক সাথে হাতে হাত রেখে।

ছোটবেলার কথা


ছোটবেলার কথা।শীতকালের দুপুরে বারান্দায় আসা কড়া রোদে কাঁচের বয়ামে করে জমাট বাঁধা নারকেল তেল রাখা হয়েছে তরল করার জন্য।হঠাৎ শোরগোল। কি ব্যাপার? বয়াম ভেঙে সারা বারান্দা তেলে তেলে মচ্ছব হয়ে আছে।কিভাবে হল,কে ভাংগলো বোঝা যাচ্ছেনা।জিজ্ঞাসাবাদেও কিছু জানা গেলনা।এর মধ্যে ছোট ভাইয়া মোটামুটি সন্তোষজনক ব্যাখ্যা দিলো । কড়া রোদে অনেক্ষণ রাখার কারনে অতিরিক্ত গরম হয়ে বয়াম ফেটে গিয়েছে। বড় হওয়ার পরও অনেকদিন পর্যন্ত এই ব্যাখ্যা গ্রহনযোগ্য ছিল আমার কাছে।তারপর হঠাৎ একদিন এই ঘটনা মনে পড়লো।ছোটভাইয়াকে জিজ্ঞেস করায় বল্ল, ওই বয়াম নাকি ওর পায়ের সাথে লেগে ভেঙে গিয়েছিল। আব্বার প্যাঁদানির ভয়ে কড়া রোদে অতিরিক্ত গরম হয়ে বয়াম ভাংগার সায়েন্টিফিক ব্যাখ্যা।

সিএসএম কলোনি তে আমরা যুগ যুগ ধরে এমন বড় ভাই ই চাই এবং এমন বড় ভাই ই হতে চাই


আজ আমার অফিসে রিপন ভাই, রেজা ভাই আর সামি এসেছিল। দুপুরে একসাথে খাওয়া দাওয়ার পর প্রায় ঘন্টা তিনেক জম্পেশ আড্ডা চলল আমার রুমে। রিপন ভাই তার কথা বার্তা দিয়ে মনে হল যেন পুরো স্টিল মিল কলোনিটা কে আমার অফিসে নিয়ে এসেছে,হাসতে হাসতে একটু আগে করা খাওয়া দাওয়া হজম হওয়ার যোগাড়। 

আমাদের সৌভাগ্য যে আমরা এমন কিছু বড় ভাই পেয়েছি যাদের সংগে আমাদের অনেক বিষয়ে মতবিরোধ হয় কিন্তু সেটা কখনোই ব্যাক্তিগত বিরোধে যায়না। একটা সময় পর আবার সব স্বাভাবিক হয়ে আসে। এ প্রসংগে বলা যায় কিছু দিন আগে আমার খুব প্রিয় দুজন বড় ভাইয়ের সাথে নীতি নির্ধারনি বিষয়ে আমার অনেক উত্তপ্ত কথা হয়েছে অথচ সেটা ওই পর্যায় পর্য্যন্ত ছিলো, আমাদের সম্পর্ক নষ্ট হয়নি।অনেকেই ব্যবসা বানিজ্য করে অনেক স্বচ্ছল হয়েছেন কিন্তু টাকার গরিমা দেখায়না বা নেতৃত্ব দেয়ার জন্য ছোট ভাইদের অযথা তৈলমর্দন ও করেন না। স্নেহ দেওয়ার বেলায় কোন কার্পণ্য নেই, আবার দরকারে শাসনও করেছেন।কিন্তু তাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আছে অন্যের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ার উদার ও উন্নত মনমানসিকতা।

সিএসএম কলোনি তে আমরা যুগ যুগ ধরে এমন বড় ভাই ই চাই এবং এমন বড় ভাই ই হতে চাই।