Sunday, September 20, 2015

জরুরী বিজ্ঞপ্তি


জরুরী বিজ্ঞপ্তি
আসন্ন কোরবানিরকে সামনে রেখে আমাদের দু’জন সদস্য মহা ধরা খাইয়াছে। যাহারা নিজেরা গরু খাইতে পারিবে না বলিয়া গরুর গোস্ত সম্পর্কে নানা রকম কুৎসা রটাইতেছে এবং গোস্ত না খাওয়ার জন্য নানা রকম উপদেশ দিয়া বেড়াইতেছে। ইহাদের একজন হইতেছে নীরু এবং অপরজন হইতেছে শিমু। এইরূপ মানুষদের থেকে সকলেই সতর্ক থাকুন। তাহাদের এহেন ষড়যন্ত যেহেতু ধরা খাইয়া গিয়াছে তাই এর পুরস্কার স্বরূপ নিম্নে উল্লেখিত প্রাণীটি তাহাদের দু’জনকে দেওয়া হইল যাহাতে তাহারা ভবিষতে এরূপ কাজ হইতে বিরত থাকে।
পুন: তাহাদের উভয়কে কার্গো বিমানে করিয়া প্রণীটি নিয়ে যাওয়ার জন্য বলা হইলো। অন্যথায়.......এই প্রানী তাহাদেরকে গুতাইলে আমি দায়ী নই...............আমিন..

কাশফুল মেয়ে

- Moin Khan

কাশফুল মেয়ে

(২৯শে এপ্রিল জলচ্ছোসে নিহতদের স্বরনে)
---------------মঈন খান।

সময়ের হিসাব ভুলে
শরতের আজ সকালে ঝড়!
কাশফুল, কাশবন সব তছনছ।
চুপচাপ চারদিক ঝুর ঝুরে বৃষ্টি।
অসময়ের বৃষ্টি
মুখোমুখি বসিয়ে দেয় তার--
আরব মেয়েদের মতো
পিঙ্গল বর্ণের চোখ ছিল যার।
মাথায় (!)
বড় দু’টো খোপা ছিল বাঁধা।
হাতে ছিল কাশফুল একগাছি।
নোনা মাটির সমুদ্রের গাঁয়ে
কোথা থেকে পেয়ে ছিল কাশফুল, কে জানে ?
যেতে যেতে কাশফুলে মুখ ঢেকে
আড়চোখে—চোখাচোখি
হেসে দিয়ে তার পালিয়ে বাঁচা।
কথা(?) শুধু ঐ টুকু তার সাথে।
আমরা ছিলাম সমুদ্র পাড়ের
কোন এক ভারী ইস্পাত মিলের
শ্রমজীবি মানুষের ছেলে মেয়ে।

ফেচবুক নিরাপত্তা

- Pulak


আজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক পরিচিতি (আইডি) হ্যাকড (বেদখল) হওয়ার কথা শোনা যায়। আপনি হয়তো অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে আপনার অনেক ছবি, তথ্য ও বন্ধুরা আছে। কিন্তু আপনার ফেসবুক আইডি যদি হ্যাকড হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে। যাঁরা হ্যাকিংয়ের কবলে পড়েছেন, তাঁদের ভালোই জানা আছে, তখন কী সমস্যায় পড়তে হয়। তবে কিছু পন্থা অবলম্বন করে আপনি খুব সহজেই ফেসবুকে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে পারেন। এতে হ্যাকিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং হ্যাকড হলেও আপনি আপনার ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে পারবেন।

রিপোর্ট কার্ড

- Simka


অবশেষে রিপোর্ট কার্ড খানা আপ লোড করিলাম । ক্লাস ১-৯ পর্যন্ত খুঁজিয়া পাইয়াছি । কিন্তু দিলাম ক্লাস এইটের টা । কারন টা কি ??


একদিন পৃথিবীর সব কবি ধর্মঘট করবে



রেজা ভাই ঘোষণা দিয়েছেন আজ কবিতা দিবস। কবিতার স্রষ্টা কবি। কবির অধিকার পুরন না হলে কবিতা আসবেনা। তাই কবির অধিকার নিয়ে একটি কবিতা। এটা অনেক আগে লেখা। আমার খুব প্রিয় কবিতা।। 
--------------------------------------------------------------------------------------
একদিন পৃথিবীর সব কবি ধর্মঘট করবে
---------------------------------------
একদিন পৃথিবীর সব কবি ধর্মঘট করবে
সেদিন কবিতার খাতা হবে পঙক্তিশুন্য
যত কাব্যগ্রন্থ সব হয়ে যাবে সাদা কাগজ।
কবিরা সেদিন তাদের দাবী জানাবে।
কবিকে দিতে হবে অবাধ বিচরণের স্বাধীনতা।
হোটেল,রেস্তোরা,খেলার মাঠ,পতিতা পল্লী
কবির আগমনে অভ্যর্থনা জানাতে বাধ্য থাকবে।
দিতে হবে সর্বোৎকৃষ্ট সেবা।

csm এর ছেলেরা মন্দ নয়

- Masuk Elahi

য্যামসেন কলেজ
হেভ নো নলেজ
ডাঙ্কি টিচার
মাঙ্কি বয়
csm এর ছেলেরা মন্দ নয়

টিউশনির অভিজ্ঞতা


টিউশনির অভিজ্ঞতাঃ আমার জীবনের প্রথম টিউশনি করি কলোনির একটি বাসায় সকাল সাতটায়।প্রথম দিন সকালে সকালে পড়াতে গেলে যথারিথী নাস্তা হিসাবে দেওয়া হয় দুটি বেলা বিস্কুট আর চা।আমিও তা খেয়ে নিলাম।তারপর দিন তিনটি বেলা এবং চা।তাও তিনটি বেলা চা খেয়ে ফেললাম।এর পর দিন চারটি বেলা ।তাও খেয়ে ফেললাম।এর পরদিন দেখি চাও নেই, বিস্কিট ও নেই।

ষ্টিলার.....


ষ্টিলার.....
আমরা নবীন আমরা প্রবীণ
আমরা ষ্টিলারের দল,
দুর প্রভাসে বাস করে
ভাংছে মনোবল
হরেক রকম মানুষ ছিলাম
অনেক রকমের আশা,
সব কিছু ভাংছে
সি.ভি. শালা

(বিঃ দ্রঃ প্রবাসীদের জন্য)

CSM এগিয়ে যাচ্ছে


CSM এগিয়ে যাচ্ছে !!! ভাবতে ভালোই লাগে, লুকিয়া থাকা প্রতিভা দেখে আমি বিস্ময়ের সাথে মুগ্ধ !! সবাই কবিতা লিখছে, তাহলে আমি কেন লিখবো না? দিনের শুরুতেই মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমিও কবিতা লিখবো !!!
আমি খুবই লজ্জিত এবং খুশি, সারাদিনের চেষ্টার ফল হিসাবে আমি অবশেষে একটা কবিতা লিখতে সমর্থ হয়েছি !! অতএব এখন আমি একটি কবিতা বলব, কবিতার নাম, দুই ফোটা জল,

" টুপ...টুপ !!!"

কবিতাটি যদি আপনাদের মন ছুয়ে যায় তাহলে লাইক বাটনে ক্লিক করুন !!

আর যদি কবিতাটি আপনাদের মন ছুয়ে না যায় তাহলে লাইক বাটনে বাড়ি মারুন !!