এ লিখাটি প্রায় মাস দুয়েক আগে আমার টাইম লাইনে পোস্ট করেছিলাম, নতুন সদস্যদের আবার বলার লোভ সামলাতে পারলাম না, তাই এ গ্রুপে আবার পোষ্ট করলাম, কেউ বিরক্ত হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন....................।
রাত প্রায় ১ টা, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে আমরা টাঙকির নীচে রাস্তায় আল্পনা করছি, আর ভোর বেলা আমাদের শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য পুস্প স্তবক রেডী করছি, কিছু ফুলের শর্ট পড়ল, আমি আর রিমান ফুল যোগাড় করতে গেলাম আনোয়ার ভাই দের বাগানে (ডি ১) ,যেই বাগানে ঢুকলাম অমনি আনোয়ার ভাই বারান্দা থেকে কে রে বলে চিৎকার করলেন, দেখলাম উনি একটা কালো চাদর জড়িয়ে বারান্দায় বসে আছেন চোর পাহাড়া দেওয়ার জন্য,