Sunday, October 11, 2015

২১ শে ফেব্রুয়ারী


এ লিখাটি প্রায় মাস দুয়েক আগে আমার টাইম লাইনে পোস্ট করেছিলাম, নতুন সদস্যদের আবার বলার লোভ সামলাতে পারলাম না, তাই এ গ্রুপে আবার পোষ্ট করলাম, কেউ বিরক্ত হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন....................।

রাত প্রায় ১ টা, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে আমরা টাঙকির নীচে রাস্তায় আল্পনা করছি, আর ভোর বেলা আমাদের শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য পুস্প স্তবক রেডী করছি, কিছু ফুলের শর্ট পড়ল, আমি আর রিমান ফুল যোগাড় করতে গেলাম আনোয়ার ভাই দের বাগানে (ডি ১) ,যেই বাগানে ঢুকলাম অমনি আনোয়ার ভাই বারান্দা থেকে কে রে বলে চিৎকার করলেন, দেখলাম উনি একটা কালো চাদর জড়িয়ে বারান্দায় বসে আছেন চোর পাহাড়া দেওয়ার জন্য, 

সেকাল ও একাল


বলেছিলাম খুব তারাতারি কিছু লিখব, কিন্তু তারপরও দেরি হয়ে গেল। আসলে আমরা বাস্তবতার কাছে বড়ই অসহায়। তাই টাইম এর সাথে দৌউরে পারি না...। তারপর ও কছছপের মত এগিয়ে যাই...যদি জীবন সহাস্নে কিছু মিলে যায়। বহু প্রতিখখার পর এমন আবার আমাদের প্রানের মিলন মেলা CSM কে খুজে পেয়েছি তার জন্য মহান আল্লাহর কাছে জানাই শুকরিয়া। অল্প কয়েক দিন হল আমরা আমাদের মিলন মেলা জমিয়েছি আবার সেই কর্ণফুলী নদীর পাশে আমাদের প্রান প্রিয় CSM Colony তে। 
  
মজা করার জন্য এই লিখাটা লিখতে বসেছিলাম কিন্তু কখনো কখনো আমার মনে হয়েছে এটা কি শুধু আমাদের কলোনি ছিল নাকি আমাদের জন্য ছিল সব কিছুই... যেখানে কোন কিছুর জন্যই কার কাছে যাওয়া লাগত না। আমরা CSM ই ছিলাম ১০০ তে ১১০। যাক বেশি ইমশোনাল হয়ে লাভ নাই কারন আমি আগেই বলেছি আমরা বাস্তবতার কাছে বড়ই অসহায়।

যা সন্দেহ করেছিলাম .....................


আমি প্রথম থেকে বলে আসছিলাম, শাহীন ভাইকে গুম করা হয়েছে !!! কিন্তু কেউ ব্যাপারটাকে আমলে নেন নাই !!!!
কারন ওই গোপন গেট-টুগেদার এর দিন থেকে শাহীন ভাইকে পাওয়া যাচ্ছে না !!!

আমাদের CSM Colony এর একজন গুরুত্বপুর্ন ব্যাক্তির এহেন নিখোজ হবার ঘটনায় CSM-FBI উদ্বিগ্ন। তাই CSM-FBI নিজ দায়িত্বে শাহীন ভাইয়কে উদ্ধারের জন্য গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছেন। 
তাদের তদন্তের আংশিক তথ্য প্রকাশ করা হলো ।