Thursday, November 5, 2015

“ কলোনি টু মাসুক ভাই “



আওয়ামিলীগ / বি আন পি যে কোন একদলের ১০০ টাকার কলোনি টু কক্সস বাজার পিকনিকে যাবার জন্য আমি, সোহেল, ছামির, রিপু, হিমেল, রবিন সহ বাস ভর্তি সবাই সকাল ৭ টা বাজেই বাসে এসে বসে আছি, আচমকা কে যেন বাসের বাহিরে থেকে জানালা দিয়ে লাঠি দিয়ে মারছে আর চিল্লা চিল্লি করছে !!!

ঘটনা কি ? মারে কে ? তাকিয়ে দেখি মাসুক ভাই !!! লাঠি দিয়ে মারার চেস্টা করছেন আর বলছেন,
“ ওই বান্দর বাহির হ, ২ দিন পরে পরীক্ষা আর তোরা কক্সসবাজার পিকনিকে যাস !!, পিকনিক বন্ধ, যে যাবি আসার পরে তার খবর আছে “

অনেক Request করলাম, ভাই চাঁদা দিয়ে দিছি, এইবার যাই, টাকা মাইর যাবে।
না, কে শুনে কার কথা, Manage করার সব চেস্টা বিফল, মাসুক ভাইতো পারলে আমাদের কারনে বোম মেরে বাস উড়িয়ে দেয় !! কিন্তু এতো সস্তায় কক্সসবাজার ট্যুরতো আর মিস করা যায় না !!