ঘটনা কি ? মারে কে ? তাকিয়ে দেখি মাসুক ভাই !!! লাঠি দিয়ে মারার চেস্টা করছেন আর বলছেন,
“ ওই বান্দর বাহির হ, ২ দিন পরে পরীক্ষা আর তোরা কক্সসবাজার পিকনিকে যাস !!, পিকনিক বন্ধ, যে যাবি আসার পরে তার খবর আছে “
অনেক Request করলাম, ভাই চাঁদা দিয়ে দিছি, এইবার যাই, টাকা মাইর যাবে।
না, কে শুনে কার কথা, Manage করার সব চেস্টা বিফল, মাসুক ভাইতো পারলে আমাদের কারনে বোম মেরে বাস উড়িয়ে দেয় !! কিন্তু এতো সস্তায় কক্সসবাজার ট্যুরতো আর মিস করা যায় না !!