যাদের জীবনে কখনো কলোনিতে থাকার সুযোগ হয় নি তাদের এই লেখাটি পড়া ঠিক হবেনা
কারণ এটা তাদের ‘জীবনে কি কি মিস করেছি’
সেই তালিকাটা বড়ই করবে কেবল। আমার জীবনের
প্রায় ১৪ বছর কেটেছে এই সিএসএম কলোনীতে। ১৪ বছর মানে তো সুস্থ সবল বাঙ্গালি জীবনের
প্রায় চার ভাগের এক ভাগ। আর জীবনের ১৪ বছরের চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর কি হতে
পারে। মানুষ হিসেবে আমি কেমন হব, আমার
চিন্তা-ভাবনা কেমন হবে সবই তো ঐ সময়টায় সচেতন বা অচেতন ভাবে শিখেছি। বাংলাদেশের
প্রায় সব কলোনির কাহিনী, জীবন-চিত্র
প্রায় একই রকম বড়জোর উনত্রিশ-ত্রিশ পার্থক্য (‘বদলে যাও বদলে দাও’ মৌসুম চলছে বলে বহুল প্রচলিত উনিশ-বিশ বাগধারাটা বদলে দিলাম!) তাই সবার সাথে
সেই অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করার লোভ সামলাতে পারলাম না!
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Thursday, December 3, 2015
গতকাল টিভি নিয়ে একটি নষ্টালজিক লেখা পোষ্ট করেছিলাম
গতকাল টিভি নিয়ে একটি নষ্টালজিক লেখা পোষ্ট করেছিলাম এরপর থেকে মাথায় অনেক কিছু ঘুরছিলো।
সেই আমলে বাড়ির বড়দের মুখে মুখে আলোচিত একটি নাটক ছিলো সকাল সন্ধ্যা এবং এর পরে ঢাকায় থাকি সিরিয়াল।
সকাল সন্ধ্যা একটি বাংলা ধারাবাহিক নাটকের নাম। ১৯৮০-র দশকের শুরুতে এটি বিটিভি-তে সম্প্রচার হয়। প্রধান চরিত্রে ছিলেন পীযুষ বন্দোপাধ্যায় এবং আফরোজা বানু । তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক ছিলো এই সকাল সন্ধ্যা। আরেক ধারাবাহিক নাটক ঢাকায় থাকিতে অভিনয় করেছিলো ডাব্লিউ আনোয়ার পরে বাংলা সিনেমাতে আলীরাজ নাম নিয়ে অভিনয় করেন আর ছিলেন আমাদের তারানা ম্যাডাম (বর্তমানে ফেসবুক রিলেটেড প্রতিমন্ত্রী)। শুকতারা নামে আরেকটি ধারাবাহিক নাটক প্রচারিত হতো তখন, অবশ্য সেটি ছিলো যথেষ্ঠ সমালোচিত, সমসাময়িক কালে সময় অসময় নামে আরেকটি ধারাবাহিক নাটক ছিলো যেখানে রাইসুল ইসলাম আসাদের ন্যাড়া মাথায় মধু পাগলা চরিত্রের অভিনয় এখনো চোখে ভাসে।
সেই আমলে বাড়ির বড়দের মুখে মুখে আলোচিত একটি নাটক ছিলো সকাল সন্ধ্যা এবং এর পরে ঢাকায় থাকি সিরিয়াল।
সকাল সন্ধ্যা একটি বাংলা ধারাবাহিক নাটকের নাম। ১৯৮০-র দশকের শুরুতে এটি বিটিভি-তে সম্প্রচার হয়। প্রধান চরিত্রে ছিলেন পীযুষ বন্দোপাধ্যায় এবং আফরোজা বানু । তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক ছিলো এই সকাল সন্ধ্যা। আরেক ধারাবাহিক নাটক ঢাকায় থাকিতে অভিনয় করেছিলো ডাব্লিউ আনোয়ার পরে বাংলা সিনেমাতে আলীরাজ নাম নিয়ে অভিনয় করেন আর ছিলেন আমাদের তারানা ম্যাডাম (বর্তমানে ফেসবুক রিলেটেড প্রতিমন্ত্রী)। শুকতারা নামে আরেকটি ধারাবাহিক নাটক প্রচারিত হতো তখন, অবশ্য সেটি ছিলো যথেষ্ঠ সমালোচিত, সমসাময়িক কালে সময় অসময় নামে আরেকটি ধারাবাহিক নাটক ছিলো যেখানে রাইসুল ইসলাম আসাদের ন্যাড়া মাথায় মধু পাগলা চরিত্রের অভিনয় এখনো চোখে ভাসে।
"কলোনী ও কান্না - ৩"
২৯শে এপ্রিল ১৯৯১ এর ভয়ংকর ঘুর্নিঝড়ের সময় আমরা ছিলাম
F/2 বিল্ডিংয়ে নীচ তলায়। এই দিন আর রাতের বিস্তারিত সবকিছু সবারই জানা। আমার এই ঘটনাটা এর ১/২ দিন পরের। বন্যার পর নিচতলায় যাদের বাসা ছিলো,
বাসায় থাকার মত পরিস্থিতি মোটেও ছিলো না কারো। এমতবস্থায় বন্যার পরদিন আমরা উঠলাম
F-1-10 নাম্বার বাসায়। বাসাটি ছিলো বাতেন কাকার। তিনি একাই থাকতেন,
তার পরিবারের সবাই থাকতো সন্দ্বীপ।
পরদিন আমরা বাতেন কাকার বাসায় উঠার পর যা দেখলাম,
তিনি অস্থির হয়ে আছেন,
কখন সন্দ্বীপ যাবেন,
তার পরিবারের মানুষের জন্য তিনি ছিলেন খুবই চিন্তিত। শুধু তিনি চিন্তিত ছিলেন বললে ভুল হবে,
বিল্ডিংয়ের সবাই চিন্তিত ছিলেন। কারন তখন সন্দ্বীপে তার পরিবারের লোকজন কি অবস্থায় আছে,
তা খবর নেওয়ার কোন উপায় ছিলো না। তিনি তড়ি-ঘড়ি করে চলে গেলেন সন্দ্বীপ। কিভাবে গেলেন জানি না!!!
তবে ছুটে গেলেন।
লেডিস & জেন্টেল C.S.M
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আমাদের কিছু
C.S.M একজন বিখ্যাত
...... হালিমের কারনে মানবেতর জীবন যাপন করিতেছেন। জীবনে মজা করে এত ধরনের হালীম খেলাম,
কিন্তু এই হালিমের দেখা আগে কেন পেলাম না,
এই হালিমের বাবুর্চি কে?
এই হালিম খেয়ে আমাদের কিছু
C.S.M এর মনবেতর জীবন যাপনের নমুনা দেখেন,
তাদের ফেসবুক একাউন্ট আছে,
কিন্তু
C.S.M কলোনী নাই
!!!
তাদের কাছে ডাটা আছে,
কিন্তু
C.S.M কলোনী নাই
!!!
তাদের হাতে মোবাইল আছে,
কিন্তু
C.S.M কলোনী নাই
!!!
তাদের বাসায় কারেন্ট আছে,
কিন্তু
C.S.M কলোনী নাই
!!!
তাদের অনেক ইচ্ছা আছে,
কিন্তু
C.S.M কলোনী নাই
!!!
তাদের চোখে ঘুম নাই,
কিন্তু
C.S.M কলোনী নাই
!!!
এই সব গৃহবন্ধী এবং হালিমে আটকে পড়া ভাই-বোনদের উদ্ধারের জন্য আমাদের করনীয় কি
? আমরা কি পারি না তাদের পাশে দাড়াতে
tongue emoticon এইসব অসহায়দের উদ্ধার করতে
? tongue emoticon
Subscribe to:
Posts (Atom)