আজ প্রায় ৩৫/৪০ জনের মতো আমরা একসাথে হয়েছিলাম পপুলার হাসপাতাল, ঢাকায়। উপলক্ষ একটাই আবার নতুন করে তারিকের ট্রিটমেন্ট শুরু করা ও ওর সাথে দেখা করা। একসাথে এতো attendance দেখে পপুলার হসপিটালের সবাই ভেবেছি "ওরে বাবা কোন VIP patient admit হয়েছে"? হাহাহা সে এক দেখার মতো ব্যাপার।
