আগে কলোনীতে এক বল্ডিং এ ২ টা সিড়িতে আটটা বাসা ছিল,একেক জনের বাড়ি একেক জেলায়,কিন্তু কখনো মনে হয় নাই আমরা আলাদা,এই সাবু আম্মা খালাম্মা আমাদের বাসায় এসে রান্না ঘরের ফ্লোরে বসে মায়ের সাথে গল্প করতো,মা সাবুদের বাসায় গিয়ে পানের ডিব্বা নিয়ে বসে পান খেত আর গল্প করত।আর এখন আমরা ভাড়া বাসায়, মাঝেমাঝে কিছু নিয়ে কথা উঠলে চিটাগাং এরা বলে বসে বইঙ্গা,আরে ভাই বইঙ্গা কি বাংলাদেশের বাইরে।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment