- Mahabub Rasel
মুসলিম উদ্দিন সিকদার, আমার মনে হয়,
মোটামুটি কলোনির সবাই এই নামের সাথে পরিচিত,
( গতকাল রিপু
Mostafa Kamal ছোট করে এই ঘটনাটা বলাতে মুসলিমের কথা মনে পড়লো
) সে ছিলো
“ ঝংকার ক্লাব
“ এর স্বঘোষিত হ্যাট্টিক সভাপতি,
প্রায় সময় গর্ব করে তার ক্লাবের সদস্যদেরকে বলতো,
“ আর খতার উদ্দ্যি খনিক্ক্যে খতা ন’খবি, আই
অইয়্যিযে ঝংকার ক্লাবর এট্টিক সভাপতি
!!” ( যদিও আমাদের ৯৭ এর ৩/৪ জন
ছাড়া আমরা কেউ"ই এই
ক্লাবের সাথে জড়িত ছিলাম না)
মজার ব্যাপার হল,
একবার হেট্টিক সভাপতি টাইটেল উল্লেখ করে পোস্টারও ছাপিয়েছিলো
!!! লাল ছিলো তার অসম্ভব প্রিয় রঙ,
এমনকি টকটকে লাল রঙের প্যান্ট পরে স্কুলেও ক্লাস করতো সে!!!
মুসলিম যখন স্কুলে লাল প্যান্ট পরে ঘুরতো,
সে এক দেখার মত দৃশ্য ছিলো।