Saturday, November 21, 2015

আড্ডা


আড্ডা শব্দটা অনেকের কাছে শুনতে হয়ত খারাপ লাগতে পারে, বিশেষ করে মুরুব্বি দের তবে আমার কাছে ভালো লাগে ভালো লাগাটাই স্বাভাবিক কারন আমি নিজেই একসময় আড্ডাবাজ ছিলাম তবে চাকরীর জন্য ঢাকা আসার পর আর আড্ডার মজা পাইনি খুব মিস করি অতীতের আড্ডা একটা সময় ছিল যখন তিন বেলা আড্ডা না দিতে পারলে ভাত হজম হতো না ট্যাংকীর নীচে আড্ডা, রাস্তায় আড্ডা, মাঠে আড্ডা, নারিকেল গাছ তলায় আড্ডা, পুকুর পাড়ে, ইউনুসের দোকান ইত্যাদি শত পদের আড্ডা ছিল নিত্য সঙ্গি তবে এই আড্ডা কখনো নেশা বা সন্ত্রাসের জগতে হয়নি