সবসময় মজা মাস্তির কথা শেয়ার করি, কারন কষ্টের স্মৃতি অনেক কষ্ট দেয়, ভালো লাগে না সেইসব স্মৃতি মনে করতে। কারন কোনদিন কলোনি ছেড়েছি সেই তারিখটা নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আমার মনে হয় ১৫ বছরের বেশি হবে। বিভিন্ন সময় অনেকে চলে যেতো সেটা ভিন্ন কথা, কিন্তু কলোনি থেকে যখন সবাই একসাথে এক এক করে বের হয়ে যাচ্ছিল সেই দৃশ্য কখনো ভুলা সম্ভব না, কারন সেই সময়টা সবার জন্য ছিলো দুঃস্বপ্নের মত। প্রতিদিন গেট দিয়ে ট্রাক ঢুকতো আর এক একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়াত, ট্রাক ঢুকলেই বুঝতাম আজকে যে কোন একজন কলোনি থেকে বিদায় নিচ্ছেন।
