Sunday, September 6, 2015

“ কলোনী ও কান্না “


সবসময় মজা মাস্তির কথা শেয়ার করি, কারন কষ্টের স্মৃতি অনেক কষ্ট দেয়, ভালো লাগে না সেইসব স্মৃতি মনে করতে। কারন কোনদিন কলোনি ছেড়েছি সেই তারিখটা নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আমার মনে হয় ১৫ বছরের বেশি হবে। বিভিন্ন সময় অনেকে চলে যেতো সেটা ভিন্ন কথা, কিন্তু কলোনি থেকে যখন সবাই একসাথে এক এক করে বের হয়ে যাচ্ছিল সেই দৃশ্য কখনো ভুলা সম্ভব না, কারন সেই সময়টা সবার জন্য ছিলো দুঃস্বপ্নের মত। প্রতিদিন গেট দিয়ে ট্রাক ঢুকতো আর এক একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়াত, ট্রাক ঢুকলেই বুঝতাম আজকে যে কোন একজন কলোনি থেকে বিদায় নিচ্ছেন। 

“ পোস্টার থেরাপি “


স্টিল মিলস তখন প্রায় বন্ধ হয়ে গেছে, ৪০% বিল্ডিং খালি, বেশিরভাগ মানুষ বের হয়ে গেছে, আমরাও তখন কলনি থেকে বের হয়ে গেছি, বলতে গেলে বাসাটাই শুধু বাহিরে ছিলো কিন্তু সব কিছু কলোনিতেই হতো অবসরের ৯০% সময়ই কাটতো কলোনিতে সব কিছুই স্বাভাবিক ভাবেই চলছে, সেই আতিক কাকার প্যাড়া, খেলাধুলা, আড্ডাবাজী, ডাব অপারেশন সব কিছুই স্বাভাবিক

এই সময় নতুন আঙ্কেল এর আবির্ভাব উফ……… তাদের খবরদারীতে আমাদের কলোনিজীবন তেজপাতা হবার উপক্রম যেখানে আতিক কাকার থিওরি অনুযায়ী যদি ভদ্র হয়ে থাকতাম, আতিক কাকার প্যাড়া এড়িয়ে চলা যেতো, সেখানে এই জনের আলগা খবরদারীর যন্ত্রণায় আমাদের মাথাতো ফরটি-নাইন হয়ে থাকতো

ইনশাল্লাহ আমরা সফল হবো


গত শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত CSM Colony ‘র আড্ডাতে, আমাদের বন্ধু, ছোট ভাই Ahsanul Tarique -এর চিকিৎসার ব্যাপারে সর্বসম্মত ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ইতিমধ্যে আমরা সবাই জেনেছি। সুতরাং সবার কাছে বিনীত ভাবে অনুরোধ, ব্যাপার টি নিয়ে অযথা কোন তর্ক বিতর্ক না করে আপনারা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। 

এ টি কোন ব্যাক্তি বিশেষের উদ্যোগ নয়, এ টি সমগ্র CSM Colony ‘র উদ্যোগ, আমাদের প্রাণপ্রিয় CSM Colony ‘র প্রতি ভালোবাসা থেকে, আবেগ থেকে আসুন আমরা এক সাথে এই মহতী কাজে সামিল হই।

ইনশাল্লাহ আমরা সফল হবো।