আমাদের গ্র্যান্ড আড্ডার ভিডিও টি দেখলাম। কোন বর্ননায় যাবোনা, এক কথায় অসাধারণ, কোন উপমা বা উদাহরণ দিয়ে বুঝানো যাবেনা। অনেক বড় বড় কর্পোরেট হাউসও অনেক টাকা দিয়ে এতো সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান করতে পারবেনা আমি বাজি রেখে বলতে পারি।
উপরের লিখাটা আতিক ভাইয়ের।গতকাল লিখেছিলেন আড্ডা নিয়ে।এই লিখাটা তার একটা অংশ ।আতিক ভাইয়ের সাথে আমরা সবাই একমত।আমাদের আড্ডাই ছিলো সেরা।কোন কিছু দিয়েই তুলনা করা যাবেনা।
ফেব্রুয়ারি মাসে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর রিউনিয়ন হয়েছিলো।ধানমন্ডিতে হয়েছিলো।আমার রুমের একজন সেই অনুষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্বছিল তাই তার সাথে যাওয়ার সুযোগ হয়েছিলো। আয়োজন ছিলো বিশাল।অনেক লোকজন।দুয়েক টা ব্যান্ড ও ছিলো।তারকাদের অভাব ছিলোনা বিদ্যা সিনহা মীম,নীরব,মম,শুভ আরো কয়েকজন ছিলো।স্পন্সর ও ছিলো অনেক বেশী। যেমন-sailor,orion group,spel,poly cables, pakija group,fit elegence সহ আরো অনেক বড় বড় কোম্পানি।