Thursday, November 12, 2015

চিটগাং যাচ্ছি / চিটাগাং যাব / চিটাগং যেতে হবে



অনেকটা পথ পিছনে ফেলে এসেছি। আরও অনেকটা পথ যেতে হবে। চিটগাং যাচ্ছি / চিটাগাং যাব / চিটাগং যেতে হবে। মন ভালো হয়ে যায়। জীবনের সবচেয়ে মধুর সময় গুলি চিটাগাং জমা রেখে এসেছি। শুধু একটা উসিলা পেলেই ছুটে চলি হারানো আপন মানুষের কাছে। আমার এই চিটাগাং প্রিতি বউ এর কাছে অসহ্য। সারাফের বাবা, বারবার কেন চিটাগাং যাও? কে আছে চিটাগাং এ? ইংগিত টা ভালো না। বললাম আমি ডায়াবেটিসের রুগী। বয়স হয়ে গেছে। ইদানিং ছোট ভাই বোনেরা পীর সাহেব বলে ডাকে। 

গেলাম ইন্ডিয়া আইলাম বাংলাদেশ

- Elahi Newyaz


আমার জীবনে অপ্রিয় রং লাল,তবে লাল সবুজের পতাকা টা আমার খুব প্রিয়।
লাল রং এর প্রতি এই অপ্রীতি টা কেন জানেন?
আমি যখন ৭ম শ্রেনীতে, আজাজিল এর নিয়োগকৃত শয়তান ছিল আমার প্রিয় বন্ধু।
বন্ধুর বদৌলতে পরিক্ষার রিপোর্ট কার্ডের ৩ বিষয়ে লাল কালির দাগ।
মানুষ কাপড় দিয়ে লজ্জা নিবারণ করে,কিন্তূ লাল কালির দাগের রিপোট কার্ডের লজ্জা কিভাবে নিবারণ করি?আজাজিলের নিয়োগকৃত শয়তানের বুদ্ধিতে রাবার দিয়ে ঘষামাঝা করে লাল দাগ কোন মতে উঠাইলাম।কিন্তূ বাসাই গিয়ে শেষ রক্ষাটা হল না,ধরা খেয়ে গেলাম।সেকি মাইর গো,নিজের শরীরের লাল দাগ দেখে রিপোট কার্ডের লাল দাগের কথা বেমালুম ভুলে গেলাম।শরীরে লাল দাগের কারণে ফুল শার্ট পড়ে স্কুলে গেলাম।